শিরোনাম
◈ যুক্তরাজ্যে নির্বাচন, লেবার পার্টির নিরঙ্কুশ জয় ◈ স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের প্রধান পরামর্শক হলেন মোস্তাফিজুর রহমান ◈ চতুর্থবারের মতো নির্বাচিত বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক ◈ দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২৮ ◈ টাইব্রেকারে মার্টিনেজের দক্ষতায় আর্জেন্টিনা সেমিফাইনালে ◈ লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের আভাস ◈ পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী ◈ সচিব সভায় সম্পদের হিসাব প্রকাশ নিয়ে মতানৈক্য ◈ ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ৫ জন নিহত ◈ বিএনপির অবস্থান সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মেরুতে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৪, ০৮:১০ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২৪, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা বাতিলের দাবিতে রাজপথে ঢাকা কলেজের শিক্ষার্থীরা

আহমেদ ফয়সাল: সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এই মিছিলে অংশ নেন অসংখ্য শিক্ষার্থী। মঙ্গলবার (২ জুলাই) বিকেলে কলেজের মূল ফটকের সামনে থেকে মিছিল বের করে সায়েন্স ল্যাবের মোড় ঘুরে নীলক্ষেত হয়ে আবার কলেজের গেটের সামনে জড়ো হন তারা।

তাদের দাবি, হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশ বাতিল করতে হবে। এই দাবি না মানলে আবার রাজপথে নামার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

শুধু তাই নয়, মূল ফটকের সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা, মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, কোটা প্রথার কবর দে, কোটা নয় মেধা চাই, চাকরি পেতে স্বচ্ছ নিয়োগ চাই।

মিছিলে অংশ নেওয়া ইমাম বলেন, আমাদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। আমরা চাই সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নিক, তাহলে আমরা পড়ার টেবিলে ফিরে যাবো।

মাহফুজ নামে এক শিক্ষার্থী বলেন, সরকারি চাকরিতে কোটা বাতিল করতে হবে। কোটা রেখে মেধাবী শিক্ষার্থীদের অবমূল্যায়ন করা হচ্ছে। আর একটি দেশকে বিশ্বের বুকে মাথা চড়া দিয়ে ওঠতে হলে অবশ্যই সেই দেশের মেধাবী শিক্ষার্থীদেরকে যথাযথ কাজে লাগাতে হবে। নইলে চাকরিতে মেধাবী প্রার্থীদের প্রতি অবিচার করা হবে। আমরা চাই সরকারি চাকরিতে সবাই সমান অধিকার পাক। কোটা রেখে এক শ্রেণির মানুষের সুবিধা দেওয়া উচিত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়