শিরোনাম
◈ কোটাবিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা আদালতের বিষয়  ◈ কোটা আদালতের এখতিয়ার, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার: ওবায়দুল কাদের ◈ আজ সারাদেশে কোটা বাতিলের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ◈ রথযাত্রা ও কোটা বাতিলের আন্দোলন: সময় নিয়ে বের হতে বললো পুলিশ ◈ টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে, ইউরোর সেমিতে ইংল্যান্ড ◈ ‘পানি বণ্টন চুক্তিতে দেশের মানুষের আস্থা অর্জন করতে হবে’ ◈ চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী  ◈ রাজশাহীতে ওসির ‘খাম’ আদান-প্রদানের ভিডিও ভাইরাল ◈ রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পরে এক ব্যক্তির মৃত্যু ◈ স্বাগতিক জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

প্রকাশিত : ২৯ জুন, ২০২৪, ১১:১০ রাত
আপডেট : ২৯ জুন, ২০২৪, ১১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির এজিএম অনুষ্ঠিত 

তিতুমীর কলেজ সংবাদদাতা: [২] রাজধানীর সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির এজিএম (সাধারণ সভা) অনুষ্ঠিত হয়েছে। 

[৩] আজ ২৯ জুন (শনিবার) সকাল ১০টায় কলেজটির শহীদ বরকত মিলনায়তনে সতিকসাস’র (সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি) বার্ষিক সাধারণ সভা শুরু হয়। 

[৪] সংগঠনটির সভাপতি তাওসিফ মাইমুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিশাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম। 

[৫] তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় দেশ ও জাতির কল্যাণে কাজ করা যায়। আমি আশা করি, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিও সেই বিশ্বাস রেখে কলেজের সুনাম অর্জনে কাজ করে যাবে। আমরা চাই, বস্তুনিষ্ঠ ও সত্য তথ্য তুলে ধরে যেনো নিউজ হয়। কোনো কারণে ভুল তথ্য নিউজে চলে গেলে সেটি কলেজের মর্যাদাহানি ঘটায়। এ বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে, জানতে হবে ও শিখতে হবে। 

[৬] সভায় গত সেশনের বার্ষিক তহবিলের আয়-ব্যয়ের হিসেব তুলে ধরেন সংগঠনটির অর্থ সম্পাদক মোহাম্মদ রায়হান ও বার্ষিক কার্যক্রমের তথ্য তুলে ধরেন সাংগঠনিক সম্পাদক সাহেদুজ্জামান সাকিব। এসময় সংগঠনটির বিভিন্ন বিষয়ে মতামত, পরামর্শ ও গঠনমূলক সমালোচনা করেন সংগঠনটির সদস্যরা। 

[৭] এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো মহিউদ্দিন, শিক্ষক সম্পাদক অধ্যাপক ফয়জুর রহমান, শিক্ষাবিদ ও নাট্যকার, কলেজটির বাংলা বিভাগের অধ্যাপক রতন সিদ্দিকী, সংগঠনটির শিক্ষক উপদেষ্টা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার ও শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া। 

[৮] এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আর টিভির বার্তা সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, এশিয়ান টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক মাহবুব জুয়েল ও তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারন সম্পাদক ও সকালের সময়ের যুগ্ম সম্পাদক ফয়েজ রেজা এবং সতিকসাসের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল টুইন্টিফোর এর সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফ।

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়