শিরোনাম
◈ বিএনপির অবস্থান সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মেরুতে: ওবায়দুল কাদের ◈ প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতিতে অচল ৩৫ বিশ্ববিদ্যালয় ◈ ব্যয়ের ক্ষেত্রে আবারও কৃচ্ছ সাধনের নীতিতে সরকার ◈ বিহারে আরও তিনটি সেতু ভেঙেছে ◈ মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেয়ার নির্দেশ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর ◈ ওমান শিগগিরই বাংলাদেশীদের জন্য ওয়ার্কিং ভিসা চালুর চেষ্টা করছে ◈ ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুশতাক-ফাওজিয়া ◈ সিলেট কাস্টমস কমিশনার এনামুল হকের সম্পত্তি ক্রোকের নির্দেশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কিছু নেই: ড. ইউনূস ◈ কোটা সরকার বাতিল করেছিল আদালত বহাল রেখেছেন: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৯ জুন, ২০২৪, ১১:১০ রাত
আপডেট : ২৯ জুন, ২০২৪, ১১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির এজিএম অনুষ্ঠিত 

তিতুমীর কলেজ সংবাদদাতা: [২] রাজধানীর সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির এজিএম (সাধারণ সভা) অনুষ্ঠিত হয়েছে। 

[৩] আজ ২৯ জুন (শনিবার) সকাল ১০টায় কলেজটির শহীদ বরকত মিলনায়তনে সতিকসাস’র (সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি) বার্ষিক সাধারণ সভা শুরু হয়। 

[৪] সংগঠনটির সভাপতি তাওসিফ মাইমুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিশাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম। 

[৫] তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় দেশ ও জাতির কল্যাণে কাজ করা যায়। আমি আশা করি, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিও সেই বিশ্বাস রেখে কলেজের সুনাম অর্জনে কাজ করে যাবে। আমরা চাই, বস্তুনিষ্ঠ ও সত্য তথ্য তুলে ধরে যেনো নিউজ হয়। কোনো কারণে ভুল তথ্য নিউজে চলে গেলে সেটি কলেজের মর্যাদাহানি ঘটায়। এ বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে, জানতে হবে ও শিখতে হবে। 

[৬] সভায় গত সেশনের বার্ষিক তহবিলের আয়-ব্যয়ের হিসেব তুলে ধরেন সংগঠনটির অর্থ সম্পাদক মোহাম্মদ রায়হান ও বার্ষিক কার্যক্রমের তথ্য তুলে ধরেন সাংগঠনিক সম্পাদক সাহেদুজ্জামান সাকিব। এসময় সংগঠনটির বিভিন্ন বিষয়ে মতামত, পরামর্শ ও গঠনমূলক সমালোচনা করেন সংগঠনটির সদস্যরা। 

[৭] এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো মহিউদ্দিন, শিক্ষক সম্পাদক অধ্যাপক ফয়জুর রহমান, শিক্ষাবিদ ও নাট্যকার, কলেজটির বাংলা বিভাগের অধ্যাপক রতন সিদ্দিকী, সংগঠনটির শিক্ষক উপদেষ্টা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার ও শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া। 

[৮] এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আর টিভির বার্তা সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, এশিয়ান টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক মাহবুব জুয়েল ও তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারন সম্পাদক ও সকালের সময়ের যুগ্ম সম্পাদক ফয়েজ রেজা এবং সতিকসাসের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল টুইন্টিফোর এর সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফ।

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়