শিরোনাম
◈ প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতিতে অচল ৩৫ বিশ্ববিদ্যালয় ◈ ব্যয়ের ক্ষেত্রে আবারও কৃচ্ছ সাধনের নীতিতে সরকার ◈ বিহারে আরও তিনটি সেতু ভেঙেছে ◈ মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেয়ার নির্দেশ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর ◈ ওমান শিগগিরই বাংলাদেশীদের জন্য ওয়ার্কিং ভিসা চালুর চেষ্টা করছে ◈ ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুশতাক-ফাওজিয়া ◈ সিলেট কাস্টমস কমিশনার এনামুল হকের সম্পত্তি ক্রোকের নির্দেশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কিছু নেই: ড. ইউনূস ◈ কোটা সরকার বাতিল করেছিল আদালত বহাল রেখেছেন: পররাষ্ট্রমন্ত্রী ◈ রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৯ জুন, ২০২৪, ১০:৩৮ রাত
আপডেট : ৩০ জুন, ২০২৪, ০৯:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে প্রবেশপত্র না পেয়ে ৪২ এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার হুমকি

আবু বক্কর সিদ্দিক, ঠাকুরগাঁও: [২] রোববার সকাল থেকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা। ঠাকুরগাঁও রুহিয়ার ৪২ পরীক্ষার্থী এডমিট কার্ড পায়নি।

 [৩] আরিফ নামের এক পরীক্ষার্থী বলে, রুহিয়া ডিগ্রি কলেজের ল্যাব সহকারী সাবু ইসলামকে আমিসহ ৪২ জন ছাত্রছাত্রী ফরম ফিলাপের টাকা দেই। সে অনুসারে সবার ফরম ফিলাপ হলেও আমাদের ৪২ জনের ফর্ম ফিলাপ হয়নি। এই সময়ে আমাদের সকল বন্ধুরা লেখাপড়া করছে আর আমরা কলেজে ঘুরছি এডমিট কার্ডের জন্য। আমরা যদি অ্যাডমিট কার্ড না পাই তাহলে এই কলেজেই আত্মহত্যা করবো। এ ছাড়া আর কোন রাস্তা  নেই। 
  
[৪] শাহজালাল ও তাপস নামের অপর দুই পরীক্ষার্থীও কলেজের ল্যাব সহকারী সাবু ইসলামকে এবং প্রতিষ্ঠান প্রধানকে অভিযুক্ত করে জানায়, আমাদের জেনারেল শাখার ১১ থেকে ১২ জনের এবং কারিগরি শিক্ষা শাখার(বিএম) এর  প্রায় ৩০ জনের প্রবেশপত্র হয়নি। এতগুলি পরীক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে তারা পাওে না। এতে প্রতিষ্ঠান প্রধানেরও গাফিলতি রয়েছে বলে অঅমরা মনে করি। আমরা আত্মহত্যা করেই তাদের শাস্তি দেবো, আরতো কোন রাস্তা দেখছিনা।

[৫] রুহিয়া ডিগ্রি কলেজের ল্যাব সহকারী সাবু ইসলামের সঙ্গে কথা বলতে তার বাসায় ও মোবাইল ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। 

[৬] রুহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান বলেন, আমাদের কলেজে পরীক্ষা নিযন্ত্রণ কমিটি রয়েছে। কমিটি যে কয়েকজনের নাম দিয়েছে সেগুলোই আমরা রেজিষ্ট্রেশন করেছি। 

[৮] কলেজের  সভাপতি পার্থসারথী সেন জানান,আমরা ইতোমধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডের  সঙ্গে জেনারেল শাখার শিক্ষার্থীদের বিষয় কথা বলেছি। আশা করি তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে কারিগরি শিক্ষা বোর্ডের বিষয় এখনো কিছু বলা যাচ্ছে না। এই ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

[৯] সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন কলেজ পরিদর্শন করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, এই বিষয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে আমি কথা বলেছি। যেভাবেই হোক ছাত্রছাত্রীরা যেন পরীক্ষা অংশগ্রহণ করতে পারে সেই চেষ্টাই আমরা করছি। এছাড়াও এটার সঙ্গে যারা জড়িত তাদের যেন ব্যবস্থা নেওয়া হয় সে নির্দেশনাও দেওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষকে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়