শিরোনাম
◈ বেড়েই চলেছে যমুনার পানি, ৫ হাজার মানুষ পানিবন্দি ◈ ইরানের নতুন প্রেসিডেন্ট হলেন মধ্যপন্থী মাসুদ পেজেশকিয়ান ◈ কেবল ঈশ্বরের আদেশ পেলেই আমি নির্বাচন থেকে সরবো: বাইডেন ◈ রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পরে এক ব্যক্তির মৃত্যু ◈ স্বাগতিক জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে স্পেন ◈ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর জন্য এই অনুষ্ঠান: শেখ হাসিনা ◈ কেজিতে ১৫ থেকে ২০ টাকা দাম বাড়ল সবজির, পেঁয়াজ ১১০, কাঁচামরিচের ত্রিপল সেঞ্চুরি ◈ দাবার আসরেই মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ◈ নোবেলবিজয়ী কেনো এমডি পদের জন্য লালায়িত, বুঝলাম না: প্রধানমন্ত্রী ◈ পরিবর্তন এখন থেকেই শুরু হলো, প্রধানমন্ত্রী হিসাবে প্রথম ভাষণে কিয়ার স্টারমার

প্রকাশিত : ২৯ জুন, ২০২৪, ০৭:২৫ বিকাল
আপডেট : ২৯ জুন, ২০২৪, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

অপূর্ব চৌধুরী: [২] সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলসহ তিন দফা দাবিতে সকাল ৮.৩০টা থেকে দুপুর ৩.৩০টা পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পাশাপাশি এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। পরীক্ষাসমূহ এই কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

[৩] দাবি অনাদায়ে পহেলা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। এসময় বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক কাজ সহ সবকিছু বন্ধ থাকবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির ব্যানারে কর্মসূচি পালন করা হচ্ছে।  

[৪] ঈদের ছুটির পর গত ২৫,২৬ ও ২৭ জুন একই দাবিতে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

[৫] এদিকে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে এবার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কমচারীরা। এর অংশ হিসেবে রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন কর্মকর্তারা। 

[৬] দাবি অনাদায়ে আগামী ১,২ ও ৩ জুলাই লাগাতার কর্মবিরতি পালন করবেন তারা। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি জানানো হয়। একই কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় সহায়ক কর্মচারী কল্যাণ সমিতি।  

[৭] বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বলেন, আমাদের দাবিগুলোর বিষয়ে  কোনও সাড়া পাইনি। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে  রোববার আমরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করবো। ফেডারেশন থেকে নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসি/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়