শিরোনাম
◈ বিশ্বায়নের যুগে আমরা নিজেদের দরজা বন্ধ করে রাখতে পারি না: সংসদে প্রধানমন্ত্রী ◈ পাট ও বৈচিত্র্য পূর্ণ পাটজাত পণ্য রপ্তানিতে ভর্তুকি দেওয়া হবে: বস্ত্রমন্ত্রী ◈ সিলেট-সুনামগঞ্জে বন্যায় সাড়ে ৩ লাখ ডলার সহায়তা দিলো যুক্তরাষ্ট্র ◈ কোটা আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ কিশোরগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড ◈ ২০৩৫ সালের মধ্যে দেশে পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানী ব্যবহার সম্ভব হবে: প্রধানমন্ত্রী  ◈ আবারও আবার বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার ◈ প্রত্যয় কর্মসূচি: অর্থমন্ত্রীকে আলোচনায় বসার চ্যালেঞ্জ ঢাবি শিক্ষক সমিতির

প্রকাশিত : ২৯ জুন, ২০২৪, ০৭:২৫ বিকাল
আপডেট : ২৯ জুন, ২০২৪, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

অপূর্ব চৌধুরী: [২] সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলসহ তিন দফা দাবিতে সকাল ৮.৩০টা থেকে দুপুর ৩.৩০টা পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পাশাপাশি এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। পরীক্ষাসমূহ এই কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

[৩] দাবি অনাদায়ে পহেলা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। এসময় বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক কাজ সহ সবকিছু বন্ধ থাকবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির ব্যানারে কর্মসূচি পালন করা হচ্ছে।  

[৪] ঈদের ছুটির পর গত ২৫,২৬ ও ২৭ জুন একই দাবিতে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

[৫] এদিকে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে এবার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কমচারীরা। এর অংশ হিসেবে রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন কর্মকর্তারা। 

[৬] দাবি অনাদায়ে আগামী ১,২ ও ৩ জুলাই লাগাতার কর্মবিরতি পালন করবেন তারা। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি জানানো হয়। একই কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় সহায়ক কর্মচারী কল্যাণ সমিতি।  

[৭] বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বলেন, আমাদের দাবিগুলোর বিষয়ে  কোনও সাড়া পাইনি। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে  রোববার আমরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করবো। ফেডারেশন থেকে নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসি/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়