শিরোনাম

প্রকাশিত : ২৬ জুন, ২০২৪, ১০:১৯ রাত
আপডেট : ২৬ জুন, ২০২৪, ১০:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবম শ্রেণির বইয়ে নারীদের পোশাক বিক্রির ওয়েবসাইটের কিউআর কোড

অপূর্ব চৌধুরী: [২] নবম শ্রেণির জীবন ও জীবিকা বইয়ের ৩৮ নম্বর পাতায় ‘ধাপ-৬: ব্যবসার ব্র্যান্ডিং, মার্কেটিং বা বিপণন পরিকল্পনা’ অধ্যায়ে দেওয়া কিউআর  কোডে নারীদের পোশাক বিক্রির একটি দোকান প্রদর্শন করছে। পর্তুগীজ একটি দোকানের ছবিতে নারী মডেলরা পোশাক প্রদর্শন করছেন। যা অনেকটাই বিব্রতকর বলে মনে করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সূত্র: কালের কন্ঠ

[৩] জীবন ও জীবিকা বইটি রচনা এবং সম্পাদনা করেছেন মো. মুরশীদ আকতার, মোসাম্মৎ খাদিজা ইয়াসমিন, হাসান তারেক খাঁন, মোহাম্মদ কবীর হোসেন, মো. সিফাতুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. তৌহিদুর রহমান, মো. মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ আবুল খায়ের ভূঁঞা।

[৪] বইটির শিল্পনির্দেশনায় ছিলেন মঞ্জুর আহমদ, চিত্রণ সুবীর মণ্ডল, প্রচ্ছদ পরিকল্পনা মঞ্জুর আহমদ, প্রচ্ছদ প্রথমেশ দাশ পুলক, গ্রাফিক্স নূর-ই-ইলাহী ও কে. এম. ইউসুফ আলী। সূত্র: সময় টেলিভিশন অনলাইন

[৫] এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক মশিউজ্জামান গণমাধ্যমে বলেন, যখন এই কিউআর কোডটি সংযুক্ত করা হয়, তখন এটি খেলাধুলার নানা সামগ্রী বিক্রির ওয়েবসাইট ছিল। পরে এটি হয়তো পরিবর্তন হয়েছে। কিন্তু তারা এখন রিসেন্টলি ব্যবসা চেঞ্জ করেছে। এখন আমরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। 

[৬] তিনি আরও বলেন, আগামী বছরের বইতে এই কিউআর কোড বাদ দেওয়া হবে। আর এ বছরও এটা নিয়ে কি করা যায় সেটা আমরা ভাবছি। সম্পাদনা: কামরুজ্জামান

এসি/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়