শিরোনাম
◈ রাজধানীতে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর অভিযান ◈ বিপিএলে সিলেট স্ট্রাইকার্স থেকে মাশরাফিকে বাদ দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ◈ আবুধাবি টি-টেন ক্রিকেটে বাংলা টাইগার্সে সাকিবের পর তাওহীদ হৃদয় সুযোগ পেলেন ◈ দুই কুশলের ব্যাটিং তা-বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতলো শ্রীলঙ্কা ◈ অস্ট্রেলিয়াকে বিদায় করে নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা ◈ পাকিস্তানে ভারত খেলতে না গেলে জয় শাহকে বিকল্প খোঁজার আহ্বান ইসিবির ◈ চাপাতি নিয়ে দুর্ধর্ষ ছিনতাইয়ের লোমহর্ষক বর্ণনা, অস্ত্রসহ গ্রেফতার ৩ (ভিডিও) ◈ সংস্কারের ধীর গতি ও কাজের গুরুত্ব নির্ধারণ নিয়ে সমালোচনা, যা বলছেন উপদেষ্টারা ◈ সিনওয়ারের শেষ মুহূর্তের ভিডিও প্রকাশ ◈ হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বাহিনীর হাতে নিহত

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৪, ০৭:০৪ বিকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২৪, ০৭:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিজিএমইএ হবে পোশাক শিল্প মালিকদের আশা-আকাঙ্খার কেন্দ্রস্থল’

আমিনুল ইসলাম: [২] বিজিএমইএর নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল পরিচিতি সভায় এসব কথা বলেন বক্তারা।  বিজিএমইএ’র সাবেক প্রথম সহসভাপতি ও সম্মিলিত পরিষদ চট্টগ্রামের সভাপতি এরশাদ উল্লাহ’র সভাপতিত্বে শনিবার রাতে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু  হোটেলে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

[৩] বিজিএমইএ’র সাবেক প্রথম সহসভাপতি এস এম আবু তৈয়বের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিজিএমইএ’র সভাপতি  ফারুক হাসান, বিজিএমইএ’র সাবেক সভাপতি  মোস্তফা গোলাম কুদ্দুস ও  এস এম ফজলুল হক, বিজিএমইএর পরিচালক ও ঢাকা-১৮ আসনের সাংসদ মোঃ খসরু চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের সাংসদ  আবদুচ ছালাম, হাটহাজারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ। 

[৪] পোশাক শিল্পের বর্তমান সংকট কালীন মুহূর্তে কাস্টমস্, বন্ড, বন্দর সহ অন্যান্য কার্যক্রম সহজীকরণ পূর্বক দ্রুততার সাথে সম্পাদনে রপ্তানি বান্ধব নীতিমালা প্রণয়নের কথা উল্লেখ করে বক্তারা পোশাক শিল্পের অস্তিত্ব রক্ষার্থে ব্যাংকের সুদের হার সহনীয় পর্যায়ে রাখার উপর গুরুত্ব দেন। তারা আরো বলেন,বিজিএমইএ’র প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি সম্মিলিত পরিষদের সুদক্ষ নেতৃত্বে সংগঠনটিকে আজকের এই অবস্থানে আসীন হতে সহায়তা করেছে। সম্মিলিত পরিষদের আন্তরিক প্রচেষ্টার ফলে এই শিল্পের সিংহ ভাগ অর্জনে ছিল তাদের অপ্রতুল অবদান। এই সংগঠনের অভিজ্ঞতা অতুলনীয়। 

[৫] সম্মিলিত পরিষদই পোশাক শিল্প মালিকদের পরীক্ষিত সংগঠন। আগামী নির্বাচনে সম্মিলিত পরিষদের প্রার্থীদেরকে পূর্ণ প্যানেলে নির্বাচিত করার আহ্বান জানিয়ে সম্মিলিত পরিষদের প্যানেলের প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে দেন বিজিএমইএ'র সাবেক সভাপতি  সিদ্দিকুর রহমান। সম্মিলিত পরিষদের প্যানেল লিডার এসএম মান্নান কচি'র  নেতৃত্বে এবার নির্বাচনে লড়বেন এই প্যানেলের প্রার্থীরা। 

[৬] এই প্যানেলে ঢাকা থেকে  মোট ২৬ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন- আব্দুল্লাহ হিল রাকিব ( ফোর এ ইয়ার্ন ডাইং লিমিটেড), শহিদউল্লাহ আজিম (ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট লিমিটেড),  মো. মহিউদ্দিন রুবেল ( ডেনিম এক্সúার্ট লিমিটেড), খন্দকার রফিকুল ইসলাম (ডিজাইনটেক্স নিটওয়্যার লিমিটেড),  শেহরিন সালাম ঐশী (এনভয় ডিজাইন লিমিটেড),  মো. শাহাদাত হোসেন (ফর্টিস গার্মেন্টস লিমিটেড),  মো.  রেজাউল আলম (মিরু) (গালপেক্স লিমিটেড),  মো. জাকির  হোসেন (কাইজার নিটওয়্যার লিমিটেড),  মো. ইমরানুর রহমান (লায়লা স্টাইলস লিমিটেড),  মো. আশিকুর রহমান (তুহিন) ( মেসিস গার্মেন্টস লিমিটেড), মিরান আলী (মিসামি গার্মেন্টস লিমিটেড), নুসরাত বারী আশা (মমসন সার্ভিসেস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড),  মো. নুরুল ইসলাম (নিউটেক্স ডিজাইন লিমিটেড),  মো. নাসির উদ্দিন (সাদমা ফ্যাশন ওয়্যার লিমিটেড), আবরার  হোসেন সায়েম (সায়েম ফ্যাশন লিমিটেড), শামস মাহমুদ (শাশা গার্মেন্টস লিমিটেড),  মোহাম্মদ  সোহেল সাদাত (শিন শিন এপারেলস লিমিটেড),  শোভন ইসলাম (স্প্যারো এপারেলস লিমিটেড), আনোয়ার  হোসেন মানিক ( টেক্সটাউন লিমিটেড), সাইফুদ্দিন সিদ্দিকী সাগর (টি.এম.এস ফ্যাশন), হারুন অর রশীদ (টিআরজেড গার্মেন্টস), আরশাদ জামাল টিপু (তুসুকা ফ্যাশনস), আসিফ আশরাফ (ঊর্মি গার্মেন্টস),  মেজবাহ উদ্দিন খান (উইন্ডি এপারেলস) ও রাজীব  চৌধুরী (ইয়ং ফর এভার টেক্সটাইল)। 

[৭] চট্টগ্রাম অঞ্চলের ৯ জন প্রার্থী হলেন,  সৈয়দ নজরুল ইসলাম (ওয়েল ডিজাইনার্স লিমিটেড), রাকিবুল আলম  চৌধুরী (এইচকেসি এ্যাপারেলস লিমিটেড),  মোহাম্মদ মুসা (মদিনা গার্মেন্টস), আমজাদ  হোসেন  চৌধুরী (হাই ফ্যাশন), এম আহসানুল হক (এমহিকো  ফেব্রিক্স লিমিটেড),  মোস্তফা সারওয়ার রিয়াদ (আরডিএম এপারেলস),  মোহাম্মদ রাকিব আল নাছের (আর্জেন্টা গার্মেন্ট),  মো. আবছার  হোসেন (টপ স্টার ফ্যাশনস), গাজী মো. শহিদ উল্ল্যাহ (সনেট  টেষ্টাইলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড)। 

[৮] উল্লেখ্য, আগামী ৯ মার্চ ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্স ও চট্টগ্রামের খুলশীস্থ বিজিএমইএ ভবনে বিজিএমইএ নির্বাচন (২০২৪-২০২৬) অনুষ্ঠিত হবে। সম্পাদনা : কামরুজ্জামান

এআই/কে/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়