শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৪৫ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে প্রথম নারকেল আমদানি

হ্যাপী আক্তার: [২] প্রথমবারের মতো ভারত থেকে নারকেল আমদানি করা হয়েছে বাংলাদেশে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ভারতের মহারাষ্ট্রের তামিলনাড়ু থেকে দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে দুটি ট্রাকে ৫০ মেট্রিক টন নারকেল আমদানি করা হয়। প্রতি মেট্রিক টন নারকেল ২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। বার্তা২৪

[৩] হিলি স্থলবন্দরের আমদানিকারক নুর ইসলাম বলেন, বাংলাদেশে নারকেলের চাহিদা থাকায় ভারতের তামিলনাড়ু থেকে দুই ট্রাকে ৫০ মেট্রিক টন নারকেল আমদানি করা হয়েছে। বন্দরের কার্যক্রম শেষ করে এসব নারকেল দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে।

[৪] মেসার্স নাশাত ট্রেডার্সের স্বত্বাধিকারী নূরুল ইসলাম বলেন, ‘আমার প্রতিষ্ঠানের নামে কাল-পরশু আরও ছয় ট্রাক নারকেল আসবে। ঢাকা ও চট্টগ্রামে এসব নারকেলের চাহিদা বেশি। পরিবহন খরচ ও বন্দরে অন্যান্য চার্জ পরিশোধ করে আগে হিসাব–নিকাশ করে দেখি, তারপর দেশে দাম বলা যাবে। যেখানে পাঠালে পরতা (লাভ) বেশি হবে, সেখানে পাঠাব।’ সূত্র:  প্রথম আলো

[৫] হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী প্রথম আলোকে বলেন, ‘বিকেলে আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে নারকেল আমদানির বিষয়ের সব কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমদানিকারক প্রতিষ্ঠানকে সঙ্গনিরোধ সনদ প্রদান করা হয়েছে।’ 

এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়