মাহাবুব খান: [২] সোমবার আফগানিস্তানের দশমিক ৬৬ আফগানির সমান বাংলাদেশের ১ টাকা। পাকিস্তানি ১ রুপির বিপরীতে আফগানির মান দশমিক ২৬ এবং ভারতীয় রুপীর বিপরীতে দশমিক ৮৮ আফগানি। সূত্র: ব্লুমবার্গ, বাংলাদেশ ব্যাংক
[৩] এক মার্কিন ডলারে পাওয়া যাবে ৭২.৯০ আফগানি। অর্থাৎ মানের দিক থেকে উপমহাদেশের শক্তিশালী মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত ‘আফগানি’।
[৪] বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বৃহস্পতিবার (২ নভেম্বর) আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের দাম নিষ্পত্তি হয় ১১১ টাকায়।
[৫] চলমান অর্থবছরের ছয়বার ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ঘটে। ১ বছরে মূল্যমান হ্রাস পেয়েছে প্রায় ১০ টাকা। এ নিয়ে চলতি (২০২৩-২৪) অর্থবছরে ৪ মাসে বাংলাদেশি মুদ্রার পতন ঘটেছে ২ টাকা ৩০ পয়সা।
[৬] জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আফগানির মূল্য প্রায় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
[৭] আফগানিস্তানে মার্কিন ডলার ও পাকিস্তানি রুপির ব্যবহার বন্ধ। অনলাইন ট্রেডিংও আফগানিস্তানে অপরাধ হিসেবে ধরা হচ্ছে। যার কারণে জেলও হতে পারে। সম্পাদনা: ইকবাল খান