রাশিদ রিয়াজ: ইরান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খেজুর উৎপাদনকারী দেশ। ইরানের জাতীয় খেজুর সমিতির চেয়ারম্যান মোহসেন রশিদ ফারোখি এই তথ্য জানান। গত ইরানি বছরে (মার্চ ২০২২ থেকে মার্চ ২৩) দেশটিতে ১ দশমিক ৩ মিলিয়ন টন খেজুর উৎপাদন হয়েছে। প্রতি বছর ২০ থেকে ৩০ শতাংশ খেজুর রপ্তানি করা হয়। ফাইন্যাসিয়াল ট্রিবিউন এ খবর দিয়েছে।
ফারোখি আরও জানান, গত বছরের রপ্তানি থেকে ৪শ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়। তার দেশের এই সংখ্যাটি ১ বিলিয়ন ডলার করার ক্ষমতা রয়েছে। ‘আমাদের ৭৫টি রপ্তানি গন্তব্যের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সিংহভাগ অংশীদার রয়েছে’, বলেন তিনি। সূত্র: মেহর নিউজ।
আপনার মতামত লিখুন :