শিরোনাম

প্রকাশিত : ২০ মে, ২০২২, ০৪:২৩ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২২, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪০ টাকার নিচে সবজি নেই বাজারে

সবজি বাজার

মাসুদ আলম: [২] দেশের প্রায় সব জেলায় বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ। অনেক এলাকায় অতিবৃষ্টির কারণে তলিয়ে গেছে কৃষকের ফসল। যার প্রভাব পড়েছে সবজির বাজারে। 

[৩] ভাটারা  বোটঘাটের সবজি বিক্রেতা মাসুম বলেন, ৪০ টাকার নিচে কোনো সবজি নেই। কাঁচা মরিচ কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকা, গত এক সপ্তাহ ব্যবধানে রসুন ৩০  টাকা বেড়ে ১৫০ টাকা, টমেটো ৬০ টাকা, করলা ৬০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁডস ৪০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা। ডিমের ডজন ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকা। শুক্রবার তুলনামূলক সবজির দাম একটু বেশি থাকে। 

[৪] ঈদের আগে কেজি ৭০০ টাকা উঠে যাওয়া গরুর মাংসের দামে কোনো পরিবর্তন আসেনি। ব্রয়লার মুরগি ১৬৫ থেকে ১৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া ভরা মৌসুমেও বেড়েছে চালের দাম। খোলা আটা কেজিতে ১০ টাকা বেড়েছে। ব্যবসায়ীদের দাবী ইউক্রেন যুদ্ধের কারণে আটার দাম বেড়েছে।

[৫] ভাটারা বোটঘাটের একটি ভবনের ম্যানেজার আবুল কালাম বলেন, এভাবে চলতে থাকলে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের মরণ ছাড়া আর উপায় থাকবে না। সব ধরনের  নিত্যপণ্যের দাম উর্ধমুখী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়