শিরোনাম
◈ বাংলাদেশে নববর্ষের নাম পরিবর্তন যেভাবে বিতর্কের জন্ম দিয়েছে ◈ ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে আনফ্রেল, স্বল্পতম সময়ে একটা জাতীয় সনদ তৈরি করা যাবে ◈ ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা আদায় করা সেই যুবক রিমান্ডে ◈ পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর যৌথবাহিনীর ফাঁকা গুলি, আহত ১২ ◈ বাংলাদেশ ব্যাংক ইচ্ছাকৃত ঋণখেলাপিদের তথ্য দিতে নির্দেশ দিয়েছে ◈ ডিসেম্বর ঘিরে নির্বাচনের প্রস্তুতি, রোডম্যাপ প্রকাশ জুন-জুলাইয়ে: ইসি ◈ ৮০ কিমি বেগে রাত ১টার মধ্যে ঝড় হতে পারে ঢাকাসহ ৯ অঞ্চলে ◈ সারাদেশে রেলপথ ব্লকেডের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের ◈ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন চূড়ান্তের প্রত্যাশা, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে : প্রধান উপদেষ্টা  ◈ নতুন রেকর্ড সোনার দামে, ৩৩০০ ডলার ছাড়ালো আউন্স

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ০৬:১৫ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

সিটি ব্যাংক আনল আমেরিকান এক্সপ্রেস প্লাটিনাম মেটাল ক্রেডিট কার্ড

মনজুর এ আজিজ : বাংলাদেশে প্রথম বিশেষ সুবিধা সমৃদ্ধ আমেরিকান এক্সপ্রেস প্লাটিনাম রিজার্ভ মেটাল ক্রেডিট কার্ড আনল বেসরকারি সিটি ব্যাংক। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে অনুষ্ঠানিকভাবে কার্ডটি উদ্বোধন করে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, প্রিমিয়াম কার্ডটিতে উন্নত সেবা, আন্তর্জাতিক ভ্রমণ সুবিধা এবং আকর্ষণীয় অফারের সমন্বয়ে তৈরি করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক অরূপ হায়দার, হেড অব কার্ড তৌহিদুল আলম প্রমুখ। 

সিটি ব্যাংকের চেয়ারম্যান বলেন, এই কার্ডটি বাংলাদেশে প্রিমিয়াম ক্রেডিট কার্ডের সংজ্ঞা বদলে দেবে এবং গ্রাহকদের জন্য ভ্রমণ ও জীবনযাত্রার নতুন সুযোগ নিয়ে এসেছে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন বলেন, মেটাল কার্ড আমার কাছে খুব একটা বড় বিষয় নয়। যেটা সত্যিকার অর্থে এটিকে আলাদা করে তোলে তা হলো আমেরিকান এক্সপ্রেসের শতবর্ষের গ্রাহক প্রতিশ্রুতির ঐতিহ্য।

আমেরিকান এক্সপ্রেসের ভাইস প্রেসিডেন্ট দিব্যা জৈন বলেন, এটি শুধু একটি কার্ড নয়, একটি প্রিমিয়াম লাইফস্টাইল সমাধান, যা বাংলাদেশের উচ্চাভিলাষী গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশের ক্রেডিট কার্ড বাজারে নতুন মাত্রা যোগ করল।

অনুষ্ঠানে জানানো হয়, এই কার্ডমেম্বাররা তাদের জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ২০ হাজার টাকা মূল্যের এক্সক্লুসিভ ওয়েলকাম গিফট ভাউচার পাবেন এবং দুই বছরের জন্য বিনামূল্যে ট্যাবলেট প্লাসের মেম্বারশিপ উপভোগ করবেন, যা আন্তর্জাতিক বিলাসবহুল বুটিক হোটেল এবং ব্র্যান্ডসমূহে বিশেষ সুবিধা দেবে।

কার্ডমেম্বাররা এই কার্ডের আওতায় বিনামূল্যে প্রায়োরিটি পাস মেম্বারশিপ পাবেন এবং দুইজন অতিথিসহ বিশ্বের ১৭০০ বিমানবন্দর লাউঞ্জে অবারিত প্রবেশাধিকার উপভোগ করবেন। এছাড়া ফাস্টট্র্যাক ভিআইপি মিট অ্যান্ড গ্রিট সার্ভিসে ১০% ছাড়ে তাদের বিমানবন্দরের অভিজ্ঞতা আরও উন্নত হবে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে সিক্সট রেন্ট-এ-কার লয়্যালটি প্রোগ্রামে বিনামূল্যে সদস্যপদ, যেখানে কাউন্টারে প্রাধান্য সেবা, ছাড়, ফ্রি আপগ্রেড এবং আরও অনেক সুবিধা।

এই কার্ডে প্রত্যেক কার্ডমেম্বারের জন্য থাকছে একজন নির্ধারিত রিলেশনশিপ ম্যানেজার, যিনি তাদের অ্যাকাউন্ট সংক্রান্ত সকল ধরনের সহায়তা প্রদান করবেন। এছাড়াও থাকছে রিয়েল-টাইম অটো-ডেবিট সুবিধা, যা নির্বিঘ্নে তাদের সব কার্ড লেনদেন নিশ্চিত করবে।

আর এই কার্ডে নির্বাচিত মার্চেন্টদের কাছে কার্ড ব্যবহার করে গ্রাহকেরা ১০ গুণ পর্যন্ত মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট উপার্জন করতে পারবেন। এই পয়েন্ট ব্যবহার করে বার্ষিক ফি, বকেয়া বিল পরিশোধ, এমনকি খ্যাতনামা আউটলেটে কেনাকাটা ও ডাইনিং করতে পারবেন। এই কার্ডে আরও রয়েছে এক্সক্লুসিভ ডাইনিং অভিজ্ঞতা, যার মধ্যে রয়েছে বিভিন্ন দেশের রেস্টুরেন্টে কিউরেটেড ডাইনিং এবং বাংলাদেশের শীর্ষ ফাইভ-স্টার হোটেলে থাকছে ‘বাই ১ গেট ২’ ব্যুফে অফার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়