শিরোনাম
◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টি হতে পারে ◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের ◈ ইন্টারপোলে হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ◈ রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প ◈ ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের: ‘অগ্রগতি না হলে সরে আসবে যুক্তরাষ্ট্র’ ◈ ১৪ ঘণ্টা পর ড্রেনে পড়ে যাওয়া নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৭:০১ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সঙ্গে চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাতনামা পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং হানডা (ঢাকা) টেক্সটাইল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হেং জেলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর করছেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং হেং জেলি।
চীনা প্রতিষ্ঠান হানডা ইন্ডাস্ট্রিজ বিশ্বব্যাপী উন্নতমানের নিট কাপড়, রঙ প্রক্রিয়াজাতকরণ এবং পোশাক উৎপাদনে বিশেষজ্ঞ।

তারা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের আওতায় বস্ত্র ও রঙ প্রক্রিয়াজাতকরণ খাতে ১০০ মিলিয়ন ডলার এবং রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের আওতায় পোশাক শিল্পে ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

উল্লেখ্য, ৭ এপ্রিল চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হয় বাংলাদেশে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরানো ধারণা ভাঙতেই এ বিনিয়োগ সম্মেলন। এতে অংশ নিয়েছে ৪০ দেশের ছয় শতাধিক বিনিয়োগকারী। সম্মেলনের প্রথমদিন অনুষ্ঠিত হয় প্লেনারি সেশন। যাতে দীর্ঘমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যুর কথা তুলে ধরা হয়।

তাছাড়া প্রথম দুইদিন বিদেশি বিনিয়োগকারীরা ঢাকার বাইরের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। ৭ এপ্রিল চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চল এবং ৮ এপ্রিল নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়