শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ১২:৫৭ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা ৪ দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

টানা চার দফা মূল্য বৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকায়, যা আগের দামের তুলনায় ১ হাজার ২৪৮ টাকা কম।

মঙ্গলবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এর আগে গত ২৯ মার্চ বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল সর্বোচ্চ ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য হিসেবে রেকর্ড গড়ে।

বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী—

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৯৭ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৮ হাজার ১৪১ টাকা।
সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৫ হাজার ৬৬৪ টাকা।
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ের মধ্যে বাজুস মোট ১৭ বার স্বর্ণের দাম পরিবর্তন করেছে, যার মধ্যে ১৪ বার মূল্যবৃদ্ধি এবং ৩ বার মূল্য হ্রাস করা হয়েছে।

উল্লেখ্য, ১৫ জানুয়ারি ২০২৫ সালে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। সর্বশেষ ২৮ মার্চ এটি বেড়ে দাঁড়ায় ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকায়।

বিশ্ববাজারে দামের ওঠানামা এবং ডলারের বিনিময় হারসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রভাবকে কেন্দ্র করেই দেশের বাজারে স্বর্ণের দামে এমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়