শিরোনাম

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ০৮:০৯ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

বাংলাদেশ-চায়না চেম্বারে প্রশাসক 

মনজুর এ আজিজ : বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) কার্যনির্বাহী কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সংগঠনটিতে চলমান অস্থিরতা ও সাধারণ সদস্যদের অসন্তোষের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নারগিস মুরশিদা। এর আগে ১৬ মার্চ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, বাণিজ্য সংগঠন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ সই করা এক আদেশে কমিটি বাতিলের নির্দেশনা দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা জানিয়েছে, সংগঠনের সাধারণ সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কার্যনির্বাহী কমিটির সভাপতি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। এছাড়া কমিটি তাদের কার্যক্রম সদস্যদের সঙ্গে সমন্বয় করেও পরিচালনা করতে পারেনি, ফলে সংগঠনের কার্যক্রম ব্যাহত হচ্ছিল।

নতুন প্রশাসককে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে। বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এবং বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ অনুসারে সংগঠনটির কার্যক্রম স্বাভাবিক করতেই এ সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য  মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়