দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দামে ১৪৭০ টাকা বেড়ে নতুন রেকর্ড গড়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, বুধবার (১৯ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হবে।
এর আগে, দেশের বাজারে স্বর্ণের গড়ে দাম ছিল প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা। মাত্র দুদিনের ব্যবধানে এটি আরও বেড়ে গেলো। গত ১৭ মার্চ স্বর্ণের দাম ভরিতে ২৬১৩ টাকা বাড়ানোর পর আবারও বাড়লো ১৪৭০ টাকা। এতে মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রতি ভরিতে ৪০৮৩ টাকা দাম বেড়েছে।
নতুন দর অনুযায়ী বিভিন্ন ক্যারেটের স্বর্ণের দাম
২২ ক্যারেট প্রতি ভরি ১৪৭০ টাকা বেড়ে ১,৫৪,৯৪৫ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ১৪০০ টাকা বেড়ে ১,৪৭,৯০০ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১২০১ টাকা বেড়ে ১,২৬,৭৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১০২৭ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১,০৪,৪৯৮ টাকা।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের পর মঙ্গলবার এ সিদ্ধান্ত জানানো হয়। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।