শিরোনাম
◈ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ ◈ ৫-১০ বছর সময় লাগবে দুর্বল ব্যাংকগুলোর রিকভারিতে: গভর্নর ◈ নগদ জমা সংরক্ষণের হার কমালো বাংলাদেশ ব্যাংক ◈ স.মকামিতার অভিযোগ নিয়ে যা বললেন তাসনিম জারা ◈ বাংলা একাডেমি অবশেষে মেলায় বই বিক্রির হিসাব জানালো ◈ সংগীতশিল্পী মমতাজ বেগম কোথায় আছেন? এই বিষয় যা জানাগেল ◈ ক্রিকেটার রোহিত শর্মাকে কুকুর বলেছিলেন কঙ্গনা, বললেন কংগ্রেসের মুখপাত্র ◈ বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী? যা বললেন ব্যারিস্টার পার্থ ◈ সাড়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ কারাগারে সাবেক মন্ত্রী-এমপিদের বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ, যা বলছেন ডিআইজি প্রিজন্স

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ০৭:৪১ বিকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : মহসিন কবির

ভ্যাট কমলেও দাম কমা নিয়ে সংশয় ভোক্তাদের

মহসিন কবির: নিত্যপণ্যের চড়া দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষদের। ভোগ্যপণ্যের দামে স্বস্তি দিতে কিছুপণ্যের দাম কমিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া রমজানে শাকসবজি ও মাছ-মাংসের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। মোহাম্মদপুরে বাজার করতে আসা আনোয়ার পারভেজ বলেন, দাম কমছে শুধু কাগজে পরেছি, বাস্তবে এর কোন মিল খুঁজে পাই না। বাজারে শুধু বাড়ার দামই আছে। সব সরকারের মত এ সবকারও কিছুই করতে পারছে না। আমাদের সংসার চালানো নিয়ে চিন্তা, চিন্তাই থাকছে।

তবে চাল, সয়াবিন তেলসহ বেশ কিছু ভোগ্যপণ্যের বাজার বেশ কিছুদিন ধরেই টালমাটাল। এজন্য সাধারণ মানুষ ও সমাজের বিভিন্ন শ্রেণির নাগরিকরা আমদানিকারকদের দোষারোপ করছিলেন। 

অন্যদিকে আমদানিকারকরা তাদের নানা প্রতিবন্ধকতার কথা জানিয়ে ভোজ্য তেলসহ বেশ কিছু পণ্যের মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট কমানোর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সরকার ভ্যাট কমিয়েছে। কিন্তু ভ্যাট কমানো সুফল সাধারণ ক্রেতারা এখনো পাচ্ছেন না। আগামী দিনগুলোতে সুফল পাবে কিনা  রয়েছে সংশয়। 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সোমবার (৩ মার্চ) বিভিন্ন পণ্যের আমদানি ও ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট হ্রাস করে। এসব পণ্যের মধ্যে রয়েছে সরিষার তেল, আটা, ময়দা, ডাল, এলপি গ্যাস, বিস্কুট, লবণ, গরম মসলা ইত্যাদি। এসব পণ্যে উৎপাদন পর্যায়ে এবং কিছু পণ্যে ব্যবসায়ী পর্যায়ে এ ছাড় দেওয়া হয়েছে। এর মধ্যে রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কেনোলা অয়েল উৎপাদন পর্যায়ে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ভ্যাট অব্যাহতি থাকবে।

তবে রমজানে সরকারের এমন সিদ্ধান্তের সুবিধা জনগণ পর্যন্ত পৌঁছানো নিয়ে সন্দেহ প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারের নানা সংস্থার দৃশ্যমান কার্যক্রমের কিছুটা ফল মানুষ পাচ্ছে। তবে বাজারে যে হারে পণ্যের দাম বেড়েছে, সে হারে কমেনি।

সরকারের ডজনখানেক পণ্যের ভ্যাট ছাড়ের সিদ্ধান্তকে সন্দেহের চোখে দেখছেন কেউ কেউ। তাদের ভাষ্য, বেড়ে যাওয়া দাম রোজার মধ্যে খুব একটা কমবে না। ফলে ভ্যাট কমানোর সুফল যাবে ব্যবসায়ীদের পকেটে থাকবে।

এর আগে গত ১০ জানুয়ারি শতাধিক পণ্যে ভ্যাট বাড়িয়ে দেয় এনবিআর। এসব পণ্যের মধ্যে ছিল পোশাক, মোবাইল সেলফোন সেবা, টিস্যু, এলপি গ্যাস ইত্যাদি। সরকার ভ্যাট বাড়ানোর সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা উল্লিখিত পণ্য ও সেবার দাম বাড়িয়ে দেয়। 

পরে সমালোচনার মুখে ২২ জানুয়ারি ৯টি পণ্য ও সেবার ভ্যাট প্রত্যাহার করে এনবিআর। কিন্তু ভ্যাট বাড়ানোর পর ব্যবসায়ীরা যে হারে সংশ্লিষ্ট পণ্য ও সেবার মূল্য বাড়িয়েছিল, ভ্যাট প্রত্যাহার বা কমানোর পর সেই হারে দাম কমানো হয়নি। 

সাধারণভাবে দেশে কোনো পণ্যের দাম একবার বাড়ানো হলে তা আর কমানো হয় না। পরে যদি সরকার সেই পণ্য বা সেবায় বিশেষ সুবিধা দেয়, তাতেও নানা অজুহাতে ব্যবসায়ীরা বর্ধিত দামেই পণ্য বিক্রি অব্যাহত রাখেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে ভোক্তারা যাতে ভ্যাট কমানোর সুফল পান, তা নিশ্চিত করতে বাজারে তদারকি বাড়ানোর ওপর জোর দিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

ভ্যাট কমানোর ফলে বাজারে কেমন প্রভাব পড়তে পারে, সে বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন গণমাধ্যমকে বলেছেন, অন্যান্য সময়ের থেকে এবার সরকার বাজার নিয়ন্ত্রণের জন্য বেশি কাজ করছে। যার ফল বাজারে দৃশ্যমান। এর মধ্যে চিনি ও খেজুর কম দামে বিক্রি হওয়া উল্লেখযোগ্য। তবে চলতি রোজায় হঠাৎ করে ভোগ্যপণ্যের মূল্য ছাড়ের সিদ্ধান্তটি ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার জন্য নেওয়া হয়েছে। এটি খুবই স্পষ্ট যে, এই মুহূর্তে যেসব পণ্যের ভ্যাট কমানো হয়েছে, রোজায় তার কোনো প্রভাব বাজারে দেখা যাবে না।

তিনি বলেন, আমরা বরাবর বলে আসছি, সরকার উৎপাদক পর্যায় থেকে ভোক্তা এবং উৎপাদন থেকে বাজারে যাওয়া পর্যন্ত সর্বস্তরে নজরদারি করলে ঊর্ধ্বগতির বাজার নিয়ন্ত্রণের আনতে পারে। কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ সংস্থা এনবিআর সেই পথে হাঁটে না। বরাবর কিছু ব্যবসায়ীকে সুবিধা দিতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয় না এনবিআর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়