শিরোনাম
◈ থানা থেকে গ্রেফতার হলেন ভাঙ্গা থানার ওসি ◈ আখতার হোসেন ও নাহিদ ইসলামকে নিয়ে স্মৃতিচারণ করে যা বললেন আসিফ নজরুল ◈ জাতীয় নাগরিক পার্টিতে নেতৃত্বের দ্বন্দ্ব কতটা গভীর, কীভাবে ঐক্য ধরে রাখবে এই নতুন দল? ◈ নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশ বিকেলে, শীর্ষ নেতৃত্বে যারা থাকছেন ◈ বরেন্দ্র অঞ্চলে স্মার্ট কৃষি প্রযুক্তির সাফল্য: নেদারল্যান্ডের ‘ভ্যালেন্সিয়া’ আলু চাষে কৃষকদের বিপ্লব ◈ বাঁশখালীর পুইছড়ি পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে হা‌তির আক্রম‌নে একজনের মৃত্যু ◈ এবার নিষিদ্ধ সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেনের পালিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল ◈ ব্যারিস্টার রুমিন ফারহানার সভাস্থলে ককটেল, বিএনপির দুই গ্রুপে উত্তেজনা! ◈ ফুলবাড়ীতে ৮৩ বিলিয়ন ডলারের মজুদ রয়েছে কয়লা, বিনিয়োগ প্রয়োজন ১৫ বিলিয়ন ডলারের ◈ বেক্সিমকোর শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধে ৫২৫ কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩২ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জ্বালানির চাহিদা মেটাতে রাশিয়াকে পাশে চাইছেন ইউনূস, মস্কোর সঙ্গে কথা পারমাণবিক বিদ্যুৎ নিয়ে

এল আর বাদল : বাংলাদেশের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজে গতি আনতে চাইছে অন্তর্বর্তী সরকার। রুশ রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি সংস্থা ‘রসাটম’-এর কর্তার সঙ্গে বৈঠকেও সেই আভাস দিয়েছেন ইউনূস।

বাংলাদেশে জ্বালানির চাহিদা পূরণ করতে এবার রাশিয়ার সাহায্য চাইছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের রূপপুরে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা পরমাণু বিদ্যুৎ সংস্থা (রসাটম)-এর সহযোগিতায় একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠছে। ওই বিদ্যুৎ প্রকল্প নিয়ে রাশিয়ার থেকে আগামী দিনেও সহযোগিতা চাইছেন ইউনূস। সূত্র: আনন্দবাজার পত্রিকা

বুধবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় রাশিয়ান সংস্থা রসাটমের কর্তা অ্যালেক্সি লিখাচেভের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস। সংবাদ সংস্থা ‘বাসস’ জানিয়েছে, রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে কথা হয়েছে বৈঠকে। পাশাপাশি রূপপুর প্রকল্পের জন্য ২০২৬ সালের শেষ পর্যন্ত ঋণের মেয়াদ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে দু’পক্ষের।

‘বাসস’ জানিয়েছে, রুশ সংস্থার কর্তার সঙ্গে বৈঠকে রূপপুর প্রকল্প সময়মতো শেষ করার জন্যও বলেছেন ইউনূস। তাঁর মতে, বাংলাদেশের ক্রমশ বৃদ্ধি পেতে থাকা জ্বালানির চাহিদা পূরণ করতে এই প্রকল্পটি বিশেষ ভূমিকা পালন করবে। রাশিয়ান পরমাণু শক্তি সংস্থা রসাটমের কর্তা লিখাচেভও ইউনূসকে জানান, বর্তমানে প্রকল্পটি পরীক্ষামূলক ভাবে (টেস্ট রান) চালানো হচ্ছে। দ্রুত সেখানে পরীক্ষামূলক ভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

পাবনা জেলার ঈশ্বরদীর রূপপুরে ১২০০ মেগাওয়াটের দু’টি ইউনিটে ২৪০০ মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে। এটিই সে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। রসাটমের প্রধান লিখাচেভের সঙ্গে বৈঠকে ইউনূস বলেন, বাংলাদেশ রাশিয়ার সঙ্গে পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী। ‘বাসস’ অনুসারে, এই প্রকল্পটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে জোরদার করবে বলে মনে করছে অন্তর্বর্তী সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়