শিরোনাম
◈ ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ ◈ আজ অমর একুশে ফেব্রুয়ারি ◈ উত্তরায় নিজ ফ্ল্যাটে চীনা নাগরিকের রক্তাক্ত লাশ উদ্ধার(ভিডিও) ◈ সংস্কারের কথা বলে নির্বাচনকে ঘোলাটে করার চেষ্টা করবেন না : আমির খসরু মাহমুদ  ◈ পরাজয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের, শুভ সূচনা ভারতের ◈ হাসিনার বাংলাদেশে ফেরতকে অবিশ্বাস্যভাবে জটিল ও সংবেদনশীল করবে ভারত ◈ উনি অনেক চিৎকার করছিলো, জোরে জোরে কাঁদতেছিলো: বাসে ডাকাতি ও 'ধর্ষণ' বিষয়ে যা বললেন যাত্রীরা ◈ জাকের-হৃদয়ের পার্টনারশীপ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন ইতিহাস ◈ দুই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ আগামী ১৯ মার্চ থেকে আসছে নতুন নোট, বিভ্রান্তি এড়াতে বিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৬ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

রোহিঙ্গাদের জন্য ১.৮ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে জাপান

মনজুর এ আজিজ : কক্সবাজার এবং ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তা দিতে জাপান ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ১.৮ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তায় স্বাক্ষর করেছে। মঙ্গলবার (১৮ ফ্রেব্রুয়ারি) ঢাকায় জাপান দূতাবাস দেশটির রোহিঙ্গাদের জন্য ডব্লিউএফপির মাধ্যমে দেওয়া সহায়তার কথা জানায়।

ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ডম স্কাল্পেলি বলেন, অষ্টম বছরে রোহিঙ্গা সংকটের জন্য টেকসই সহায়তা প্রয়োজন। রোহিঙ্গা জনগণের সঙ্গে জাপানের অটল সংহতির জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। কারণ তারা আগুন থেকে শুরু করে ঘূর্ণিঝড়, বন্যা এবং শিবিরগুলিতে নিরাপত্তাহীনতা, নিরলস চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। রোহিঙ্গা পরিবারগুলোকে, বিশেষ করে নারী ও শিশুদের, গুরুত্বপূর্ণ সহায়তা প্রদানে জাপানের সর্বশেষ অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঢাকায় নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, জাপান সরকারের সহায়তা রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নত করবে। ডব্লিউএফপির মাধ্যমে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে জীবন রক্ষাকারী খাদ্য, পুষ্টি এবং জীবিকা সহায়তায় ১৮ লাখ ডলার প্রদানের সিদ্ধান্ত নিতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি এই সহায়তা তীব্র খাদ্য ও অপুষ্টি সংকট দূর করতে এবং শিবিরে বসবাসকারী মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে। 

রাষ্ট্রদূত বলেন, এই অবদান মানবিক সহায়তার প্রতি জাপানের অটল প্রতিশ্রুতি এবং ক্ষুধা ও অপুষ্টি মোকাবেলায় আমাদের নিষ্ঠার প্রতি জোর দেয়। রোহিঙ্গা সম্প্রদায়কে সহায়তা করার মাধ্যমে, আমরা তাৎক্ষণিক দুর্ভোগ লাঘব করি এবং এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার বৃহত্তর লক্ষ্যে অবদান রাখি।

২০১৭ সালের আগস্টের পর থেকে এখন অবধি রোহিঙ্গা শরণার্থীদের জন্য ডব্লিউএফপি এবং জাতিসংঘের অন্যান্য সংস্থাগুলোর পাশাপাশি বাংলাদেশের এনজিওগুলোকে ২৩০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি সহায়তা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়