শিরোনাম
◈ মহাসড়কে বাস ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় ৩ ডাকাত গ্রেফতার (ভিডিও) ◈ বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার দেয়া নিয়ে মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প ◈ 'সমঝোতার' ভিত্তিতে নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদে আলোচনায় যারা ◈ মিরপুরে এক রাতে ছয় স্থানে ডাকাতি, আতঙ্কে ব্যবসায়ীরা (ভিডিও) ◈ স্যুট পড়ে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে: জ্বালানি উপদেষ্টা ◈ সুনামগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ; ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত অর্ধশতাধিক (ভিডিও) ◈ জামায়াতের দাবি তাদের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছে: গোলাম মাওলা রনি (ভিডিও) ◈ ভারতের বিষাক্ত পানি ঢুকছে বাংলাদেশে: হুমকিতে জনস্বাস্থ্য ও কৃষি ◈ রগ, হাত-পা কাটা, জামায়েত ইসলামের কোন নীতি নেই :আ্যডভোকেট পাপিয়া (ভিডিও) ◈ ভারতীয় ধর্ম গুরুর ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের কাছে হারবে ভারত

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০৫ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন নোটেও থাকছে শেখ মুজিবেরই ছবি

‌‘গণ-অভ্যুত্থানের পর সবার আগে ৫০০ ও ১০০০ হাজার টাকার নোট বাতিল ঘোষণার প্রয়োজন ছিল

বণিক বার্তার প্রতিবেদন।। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর পরিবর্তন করা হয়েছে শেখ পরিবারের সদস্যদের নামে গড়ে তোলা বিশ্ববিদ্যালয়সহ দেশের অর্ধশতাধিক স্থাপনার নাম। আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী শাসনের আইকন আখ্যা দিয়ে ভেঙে ফেলা হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি, যা ছিল শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর। ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে তার অসংখ্য ভাস্কর্য ও মুরাল। যদিও এখনো দেশের সবক’টি নোট ও স্মারক মুদ্রায় শোভা পাচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবি।

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ বাজারে নতুন নোট ছাড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৫, ২০ ও ৫০ টাকার এসব নতুন নোটেও থাকছে শেখ মুজিবুর রহমানের ছবি। ছোট এসব নোটের পাশাপাশি বাজারে ছাড়া ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোটও বিদ্যমান ডিজাইনের বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

পুরনো ডিজাইনের নতুন নোট বাজারে ছাড়া নিয়ে খোদ কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্তত তিনজন কর্মকর্তা একটি জাতীয় দৈনিককে জানিয়েছেন, মুদ্রা বা নোট হলো দেশের মানুষের সার্বক্ষণিক সঙ্গী। প্রতি মুহূর্তে বাজারে কোটি কোটি নোট হাতবদল হচ্ছে। গণ-অভ্যুত্থানের পর সবার আগে ৫০০ ও ১০০০ হাজার টাকার নোট বাতিল ঘোষণার প্রয়োজন ছিল। এর মাধ্যমে আওয়ামী লীগ নেতাসহ সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের কাছে থাকা হাজার হাজার কোটি টাকার নোট কাগজে রূপান্তর হতো। তখন নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়া যেত। এর মাধ্যমে নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবিও বাদ পড়ত। কিন্তু বাংলাদেশ ব্যাংক সেটি না করে গণ-অভ্যুত্থানের সাত মাস পর বাজারে শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত নতুন নোট ছাড়তে যাচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান অবশ্য বণিক বার্তাকে বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের হাতে এ মুহূর্তে বিপুল পরিমাণ ছাপানো নোট রয়েছে। ছাপানো এ নোটগুলো বাতিল করলে বিপুল অংকের অর্থের অপচয় হয়। আমরা এ অপচয় করতে চাচ্ছি না। এজন্য আগে ছাপানো নোটগুলোই ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ছাড়া হবে।’

টাকার নতুন ডিজাইন সম্পর্কে আরিফ হোসেন খান বলেন, ‘নতুন নোটের ডিজাইন চূড়ান্ত হয়েছে। আশা করছি, আগামী এপ্রিল-মে নাগাদ সেই নোট বাজারে আসবে। ধীরে ধীরে বাজার থেকে পুরনো নোট তুলে নেয়া হবে।’

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত বাজারে কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুকৃত নোট ছিল ৩ লাখ ১ হাজার ৭৭৪ কোটি টাকার। এর মধ্যে ২ লাখ ৭৭ হাজার ৪৫৬ কোটি টাকাই ছিল ব্যাংক খাতের বাইরে। ব্যাংকে থাকা নগদ টাকার পরিমাণ ছিল মাত্র ২৪ হাজার ৩১৭ কোটি। কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুকৃত নোটের বড় অংশই অবৈধ অর্থে (অপ্রদর্শিত বা কালো টাকা) রূপান্তর হয়ে ‘সিন্দুকে’ আটকা পড়েছে বলে অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা দীর্ঘদিন থেকে দাবি করে আসছেন।

দেশের অর্থনীতির চাহিদার নিরিখে মুদ্রা ইস্যু করে বাংলাদেশ ব্যাংক ও সরকার। বাংলাদেশে সরকারি মুদ্রা হলো ১, ২ ও ৫ টাকার নোট ও কয়েন। সরকারের ইস্যুকৃত এ ধরনের মুদ্রা রয়েছে ১ হাজার ৫৪৬ কোটি টাকার। তবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপে সরকারি মুদ্রা এরই মধ্যে বাজারে উপযোগিতা হারিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ইস্যুকৃত ও গভর্নরের স্বাক্ষরযুক্ত নোট ‘‌ব্যাংক নোট’ হিসেবে পরিচিত। বাংলাদেশ ব্যাংক নোট হলো ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার কাগুজে মুদ্রা।

শেখ হাসিনার টানা দেড় দশকের শাসনামলে দেশের সবক’টি মুদ্রার মধ্যেই তার পিতা শেখ মুজিবুর রহমানের ছবি প্রতিস্থাপন করেছেন। এ মুহূর্তে বাজারে প্রচলিত থাকা ১ টাকার কয়েন থেকে শুরু করে প্রতিটি কয়েন ও কাগুজে নোটে শেখ মুজিবের ছবি রয়েছে। কয়েন ও নোটের পাশাপাশি বিভিন্ন দিবস উপলক্ষে কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা প্রায় সবক’টি ‘স্মারক মুদ্রায়’ও স্থান পেয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি। বর্তমানে দেশে ১৫টির বেশি সোনা ও রুপার স্মারক মুদ্রা প্রচলিত রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন পর্যন্ত বাজারে ১০ টাকার ১৬১ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ৯৯০টি, ২০ টাকার ৯৬ কোটি ৫০ লাখ ২৩ হাজার ৩১৩টি ও ৫০ টাকার ৫৯ কোটি ৭৮ লাখ ৯৮ হাজার ৭৫টি নোট প্রচলিত রয়েছে। আর বাজারে ১০০ ও ২০০ টাকার নোট রয়েছে যথাক্রমে ১২৯ কোটি ৩৮ লাখ ৮১ হাজার ৯৬৫ ও ৩৩ কোটি ১২ লাখ ৭৩ হাজার ৪৯১টি। বাজারে সবচেয়ে বেশি নোট রয়েছে ৫০০ টাকার। বড় নোট হিসেবে স্বীকৃত ৫০০ টাকার নোট রয়েছে ২৪৯ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার ৭৩৪টি। আর ১০০০ টাকার ১৬৭ কোটি ৪৬ লাখ ৪২ হাজার ৯৯০টি নোট প্রচলিত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের ইস্যুকৃত টাকার প্রায় ৯২ শতাংশই ৫০০ ও ১০০০ টাকার নোট।

বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, ‘এ মুহূর্তে আমাদের কাছে প্রায় ২০ হাজার কোটি টাকার নতুন নোট রয়েছে। শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত এসব নোট পর্যায়ক্রমে বাজারে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে। তবে আগামী কয়েক বছরের চেষ্টায়ও বাজার থেকে পুরনো নোট তুলে আনা সম্ভব হবে না। কারণ বেশির ভাগ বড় নোট দুর্নীতিবাজ রাজনীতিবিদ, আমলাসহ অলিগার্কদের ঘরে আটকা পড়েছে। এজন্য ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের মতো কঠোর পদক্ষেপের দিকেই হাঁটতে হতে পারে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়