শিরোনাম
◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:২২ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেন: শীর্ষে থাকা ভারত এখন ৪র্থ, শীর্ষে যুক্তরাষ্ট্র

শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের ভিসা জটিলতার কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে। 

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর ছয় মাসের ব্যবধানে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেনে শীর্ষে থাকা ভারত চতুর্থ স্থানে নেমেছে।

ডিসেম্বরে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেনে শীর্ষ রয়েছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ড ও তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। 

২০২৪ সালের ডিসেম্বরে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা খরচ করেছে ৪৯১ টাকা। আগের মাস নভেম্বরে খরচের পরিমাণ ছিল ৪৩২ কোটি টাকা।

বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বাড়লেও ভারতে এ খরচ কমেছে।

গত বছরের জুনে ভারতে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা খরচ করেছিল ৯২ কোটি টাকা বা মোট খরচের ১৭.৫৬ শতাংশ। ওই মাসে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে লেনদেনে ভারতের অবস্থান ছিল প্রথম।

এরপর গত অক্টোবরে বাংলাদেশিরা খরচ করেছে ৫৩ কোটি টাকা বা মোট লেনদেনের ১০.৭৮ শতাংশ। এই মাসে ভারতে বাংলাদেশিদের অবস্থান নেমে এসেছে তৃতীয়।

সর্বশেষ তথ্য বলছে, ২০২৪ সালের ডিসেম্বরে ভারতে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচ কমে দাঁড়িয়েছে ৪০ কোটি টাকা—যা ছিল মোট খরচের ৮.১৩ শতাংশ।

একটি শীর্ষস্থানীয় ব্যাংকের কার্ড বিভাগের প্রধান টিবিএসকে বলেন, '২০২৩ সালের তুলনায় ২০২৪ সালের ডিসেম্বরে বিদেশে কার্ডে লেনদেন কমার একটি কারণ হলো ভারতের ভিসা প্রাপ্তিতে চলমান জটিলতা। এই সমস্যা না থাকলে লেনদেনের পরিমাণ আরও বেশি হতো।' বিজনেস স্ট্যান্ডার্ড

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়