শিরোনাম
◈ কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৫শ জনের বিরুদ্ধে মামলা ◈ নিউজিল্যান্ডের কাছে হার দিয়ে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি শুরু  ◈ আইন অনুযায়ী বিচারে ঢাকার আপত্তি নেই তবে হত্যা কোনোভাবেই ন্যায্য নয়: বিএসএফের সঙ্গে বৈঠকে বিজিবি ◈ ইতালি এবং বাংলাদেশ খুব ঘনিষ্ঠ, আপনি সর্বদা আমাদের উপর নির্ভর করতে পারেন: মারিয়া ত্রিপোদি ◈ এডিট করা ভিডিও প্রচার করে বিএনপি নেতা এ্যানির বিরুদ্ধে অপপ্রচার ◈ এস আলমের ব্যাংক হিসাবে ২ লাখ ৪২ হাজার কোটি টাকার লেনদেন: এনবিআরের তদন্তে নতুন তথ্য ◈ গাজীপুরে পুলিশকে ১ কিমি ঝুলিয়ে নিয়ে গেলো অটোচালক (ভিডিও) ◈ আগামী অন্তত দুই দশক তরুণরা দেশের রাজনীতিকে প্রভাবিত করবে : নাহিদ ইসলাম ◈ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আদালতে যে পরামর্শ দিলেন সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করকে ◈ সীমান্ত হত্যা শূন্যে নামানোর জোরালো দাবি বাংলাদেশের: দিল্লিতে বিএসএফ-বিজিবি সম্মেলন

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:২৪ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ব্যাংক আইন মেনেই ‘নগদে’ প্রশাসক নিয়োগ দিয়েছে: হাইকোর্ট

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান 'নগদ' পরিচালনায় প্রশাসক নিয়োগ বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মোবাইল ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান নগদে প্রসাশক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ করে দিয়েছেন আদালত।

প্রশাসক নিয়োগ প্রশ্নে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে রোববার (১৬ ফেব্রূয়ারি) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

রায়ে আদালত বলেছেন, নগদ ডাক বিভাগের একটি প্রতিষ্ঠান, যার মূল মালিক কেন্দ্রীয় ব্যাংক। অন্তর্বর্তী সরকার গঠনের পর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বদলে দেওয়ার ধারাবাহিকতায় গত ২১ আগস্ট আগামী এক বছরের জন্য ডিজিটাল লেনদেন সেবা 'নগদে' প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।

যে আইনের ক্ষমতাবলে প্রশাসক নিয়োগ করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, তখনো পর্যন্ত সে আইনের গেজেট প্রকাশিত হয়নি।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে প্রশাসক করার পাশাপাশি বিভিন্ন পদ মর্যাদার আরো কয়েক জনকে সহকারী প্রশাসক করে 'নগদ' এ পাঠায় তারা। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক 'নগদ' এর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রতিদ্বন্দ্বী কোম্পানির সহযোগিতাদের সমন্বয়ে নতুন করে পরিচালনা পর্ষদ গঠন করে।

এসব প্রক্রিয়া চ্যালেঞ্জ করে 'নগদ' এর নির্বাহী পরিচালক সাফায়েত আলম হাইকোর্টে রিট আবেদন করেন। গত ১৭ সেপ্টেম্বর রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট।

রুলে 'নগদ'-এ বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৫ জানুয়ারি শুনানির পর দ্বিতীয় দফা প্রশাসকের কার্যক্রমের ওপর স্থিতাবস্থার আদেশ দেন হাইকোর্ট। চূড়ান্ত রায় পর্যন্ত ওই স্তিতিবস্থা কার্যকর থাকার আদেশ দেন আদালত। 

রোবাবর চূড়ান্ত রায়ে হাইকোর্ট ওই রুল ও রিট খারিজ করে রায় ঘোষশণা করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়