শিরোনাম
◈ চাঁদপুরে ভোররাতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৬ ◈ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস ◈ সাউদাম্পটনকে হারিয়ে শিরোপা জয়ের পথে লিভারপুল ◈ হিযবুত তাহরীর মতো সংগঠন ঠেকাতে পুলিশের গোয়েন্দা সক্ষমতা নেই? ◈ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত হেরে গেলে অবসরে যাবেন রোহিত শর্মা!  ◈ ঘূর্ণিঝড় আলফ্রেডের আঘাতে লণ্ডভণ্ড অস্ট্রেলিয়া ◈ জাতীয় নাগরিক পার্টিকে ‘কিংস পার্টি’ বলা হচ্ছে কেন? ◈ আজ ফাইনাল ম্যাচের আম্পায়ার পল রাইফেল ও রিচার্ড ইলিংওয়াথ  ◈ বিকালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত - নিউজিল্যান্ড মুখোমুখি ◈ আবারও উত্তপ্ত মণিপুর, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বিক্ষোভকারী নিহত (ভিডিও)

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৫, ০৯:২৬ রাত
আপডেট : ০৫ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব নিয়ে ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার জেনন্ট্রি বিচ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : উন্নয়ন-জ্বালানিসহ বিভিন্ন খাতে বড় ধরনের বিনিয়োগ প্রস্তাব নিয়ে বাংলাদেশে এসেছেন ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক অংশীদার জেনন্ট্রি বিচ। বৃহস্পতিবার হোটেল ইন্টার কন্টিনেন্টালে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সৌজন্যে মধ্যাহ্ন ভোজে অংশ নিয়ে তিনি জানান, আমেরিকার নেতৃত্বে পরিবর্তনের কারণে বাংলাদেশসহ বিশ্বজুড়ে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক অংশীদার জেনট্রি বিচ একদিনের সফরে বাংলাদেশে আসেন। সফরের অংশ হিসেবে বিডার মধ্যাহ্ন ভোজে অংশ নেন তিনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাসহ রাজনৈতিক নেতারাও এতে অংশ নেন। 

জেনট্রি বিচ জানান, বিভিন্ন খাতে বিনিয়োগের প্রস্তাব দিতে আমি বাংলাদেশে এসেছি। আমরা উন্নয়ন খাতে বিনিয়োগ করতে চাই। পাশাপাশি শান্তি ও সমৃদ্ধির বিষয়েও আলোচনা করা হবে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নেতৃত্বে আসায় বাংলাদেশসহ সারা বিশ্বের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য সুযোগ তৈরি হয়েছে যা কাজে লাগাতে চাই।

মধ্যাহ্নভোজে অংশ নিয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন জেনট্রি বিচ। তাহের বলেন, বাংলাদেশে ইনভেস্টমেন্ট অপরচুনিটি ফ্যাসিলিটি কি আছে সেটা স্টাডি করার জন্য, তারা মূলত মিনারেলস, এক্সপ্লোরেশন অব গ্যাস এসব ব্যাপারে বেশি ইন্টারেস্টেড।

এ সময় উপদেষ্টা মাহফুজ আলম জানান, বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে জেনট্রি বিচের সঙ্গে বিডার বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়