শিরোনাম
◈ শিক্ষার্থীদের থামাতে সংঘর্ষস্থলে এসে তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ ◈ ঢাকা অচল করতে অবরোধের ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থীদের (ভিডিও) ◈ পুলিশের শতকরা ৮০ জনের হৃদয়ে ছাত্রলীগ: আসিফ নজরুল ◈ যে কারণে মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ হতে পারে ট্রেন চলাচল! ◈ ট্রাম্পের নীতির ধাক্কা কতটা বাংলাদেশে? ◈ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় যা বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক ◈ মধ্যরাতে প্রধান ফটকের তালা ভেঙে নীলক্ষেতে ইডেন কলেজের ছাত্রীরা (ভিডিও) ◈ সাত কলেজের ঘটনা ‘দুঃখজনক’, সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান প্রো ভিসি ড. মামুনের ◈ ঢাবি-সাত কলেজ সংঘর্ষ, শিবির সভাপতির বক্তব্য ◈ সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেপ্তার

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৫, ০১:০৯ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়ছে সরকার

গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সেতু নির্মাণের অর্থের জন্য ইসলামী ধারার সুকুক বন্ড ছাড়বে সরকার। আগামী মার্চে এ বন্ড ইস্যু করে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্যের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের বিপরীতে বিনিয়োগ সুকুক ইস্যুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এর আগে ইস্যুকৃত অন্যান্য সুকুকের মতো বর্তমান সুকুকটিও সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিপরীতে ইস্যু করা হবে।’

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রকল্পটির মাধ্যমে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ও প্রকল্প এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি ও অকৃষি পণ্য পরিবহন ব্যবস্থা সহজীকরণ ও ব্যয় হ্রাস এবং স্বল্প ও দীর্ঘমেয়াদে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে। দেশী ও বিদেশী ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের সুকুকে বিনিয়োগ উৎসাহিত করতে শরিয়াহভিত্তিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানির অনুকূলে ৭০ শতাংশ, প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামী শাখা ও উইন্ডোর অনুকূলে ১০ শতাংশ বরাদ্দ করা হয়েছে। এছাড়া ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারী, প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্য তহবিল, ডিপোজিট ইন্স্যুরেন্সসহ বিনিয়োগকারীদের অনুকূলে ২০ শতাংশ সুকুক বরাদ্দের হার নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, প্রচলিত ধারার সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানি শর্ত সাপেক্ষে নিলামে অংশগ্রহণ করতে পারবে। তিনটি শ্রেণীতে প্রয়োজনীয় চাহিদা না পাওয়া গেলে তাদের মধ্যে অবশিষ্ট সুকুক আনুপাতিক হারে বরাদ্দ দেয়া হবে। ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীরা নিজ ব্যাংক হিসাবের মাধ্যমে সুকুকে বিনিয়োগ করতে পারবেন।

প্রবাসী ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাংলাদেশের যেকোনো ব্যাংকে তার বা তাদের নামে পরিচালিত অনিবাসী বৈদেশিক মুদ্রা হিসাব অথবা অনিবাসী টাকা হিসাবের মাধ্যমে সুকুকে বিনিয়োগ করতে পারবে। সূত্র : বণিক বার্তা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়