শিরোনাম

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৫, ১১:৪৪ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থনৈতিক সংস্কারে অন্তর্বর্তী সরকারের মনোযোগ নেই : ড. দেবপ্রিয়

দেশের প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টর সংস্কারে বর্তমান সরকার যেভাবে মনোযোগ দিচ্ছে অর্থনৈতিক সেক্টর অথবা সংস্থায় সেভাবে মনোযোগ দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বর্তমান সরকারের সংস্কারের যে কার্যক্রম চলমান রয়েছে এর মধ্যে ব্যাংক-খাতে শৃঙ্খলা ফেরাতে কিছুটা উদ্যোগ অব্যাহত রয়েছে। 

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত এক সিম্পোজিয়ামে এসব কথা বলেন ড. দেবপ্রিয়।

ড. দেবপ্রিয় বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টর বেশি মনোযোগ পাচ্ছে। কিন্তু অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই।

এদিন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ 'শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট' শীর্ষক সিম্পোজিয়ামের আয়োজন করে। এ সময় ড. দেবপ্রিয় বলেন, শ্বেতপত্রে যেসব সুপারিশের কথা বলা হয়েছে আসন্ন বাজেটে সেসব জোরদার করা দরকার। একই সঙ্গে যেসব নীতি প্রণয়নের কথা বলা হয়েছে সেগুলো বাস্তবায়ন করা দরকার বলে মত দেন তিনি।

শ্বেতপত্র কমিটির এই প্রধান বলেন, আমরা মধ্য মেয়াদীর ফাঁদে ঢুকে গেছি। অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি পেয়েছে। যাদের টিআই আছে অথচ ভ্যাট দেয় না তাদের বিষয়ে কি হবে সেটা ভাবা দরকার। তিনি বলেন, শ্বেতপত্রে কিছু উদ্বেগের কথা বলা হয়েছে। তার মধ্যে কৃষরা তাদের নায্য মূল্য পাচ্ছে না। শিক্ষা ও স্বাস্থ্যখাতের কথা বলা হয়েছে। তাতে হয়তোবা ব্যয় কিছুটা বাড়ানো হবে। তবে এই বরাদ্দ কারা পাবে সেটা নিয়েও উদ্বেগ রয়েছে।

ড.দেবপ্রিয় বলেন, শ্বেতপত্রে অসহায় দু:স্থ মানুষের কথা বলা হয়েছে। তাদের তথ্য উপাত্ত সংগ্রহ করে তা প্রস্তুতে কথা বলা হয়েছে।  সেটাও সেভাবে করা হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়