শিরোনাম
◈ নির্বাচনের মাঠে কোন দল কী অবস্থানে ◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা ◈ মজুদকৃত প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫, ০১:০১ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডলারের দাম আরও ২ টাকা বেড়ে ১২২

রেমিট্যান্স দেশে আনতে বিদেশি বিভিন্ন এক্সচেঞ্জ হাউস থেকে কেনা ডলারের দাম এতদিন ছিল ১২০ টাকা। সেখান থেকে ২ টাকা বৃদ্ধি করে ১২২ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সিদ্ধান্ত আজ রোববার থেকে কার্যকর করা হয়েছে। আর নতুন রেট বাংলাদেশ ব্যাংকের ওয়েবে প্রকাশ করা হয়েছে। অথচ গত জানুয়ারিতে ডলারের রেট ছিল ১১০ টাকা। সেই হিসাবে মাত্র ৮ মাসে ডলারের দাম বেড়েছে ১২ টাকা।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর দেশে সরকারি-বেসরকারি ব্যাংকের ট্রেজারিপ্রধানদের সঙ্গে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ডলারের দাম নির্ধারণ করা হয় ১২০ টাকা। আর গত ৮ মে ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারে দাম এক দিনে ৭ টাকা বৃদ্ধি করে ১১৭ টাকা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, আমদানিনির্ভর দেশ হওয়ায় ডলারের দাম বাড়ায় আমদানি খরচ বেড়ে গেছে। সামনে দাম আরও বাড়বে। চাপ বাড়বে সাধারণ মানুষের। আর মূল্যস্ফীতি আরও বেড়ে গেলে সাধারণ মানুষ আরও নাকাল হয়ে পড়বে।

এদিকে খোলাবাজারে প্রতি ডলার ১২৪-১২৮ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সীমান্ত এলাকাগুলোয় প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৭ টাকা করে। ঢাকার বিমানবন্দরসহ কিছু এলাকায়ও প্রতি ডলার ১২৬-১২৭ টাকা করে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও ব্যাংকিং নীতি ও প্রবিধি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, সম্প্রতি ডলারের রেট বেড়েছে। সে জন্য রেট বাজারমুখী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেই ধারাবাহিকতায় বাজারের দিকে খেয়াল রেখেই নতুন রেট নির্ধারণ করা হয়েছে। ডলার বাজার নিয়ন্ত্রণে যথেষ্ট তৎপরতা রয়েছে। সম্প্রতি ডলারে স্বস্তিও ফিরেছে। আর দ্রব্যমূল্যের প্রভাব এখন বিষয় নয়। সূত্র : আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়