শিরোনাম
◈ ‘দায়মুক্তি’ শিরোনামে আওয়ামী লীগের লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা ◈ ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: ট্রাম্পকে সৌদির পাল্টা জবাব ◈ এবার যশোরেও ডাস্টবিনে শেখ হাসিনার ছবি ◈ যুব চ্যাম্পিয়নশিপে  ব্রাজিল ও আর্জেন্টিনার কষ্টের জয় ◈ লন্ডনে লিফলেট বিতরণে যে নাটক করলেন আওয়ামী লীগ নেতারা, নিতে প্রত্যাখ্যান ব্যবসায়ী! (ভিডিও) ◈ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তির ফারাক কতটা? ◈ জামায়াত এখনই নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে কেন? ◈ আসিফ-নাহিদরা পদত্যাগ করলেও সরকারে থাকতে পারেন ছাত্র প্রতিনিধি ◈ ঢাকার সড়কে চালু হচ্ছে গোলাপি রংয়ের ২,৬১০টি বাস ◈ চৌকিতে আমু ফ্লোরে ঘুমান সালমান, খাবার অনেক সময় গন্ধ হয়ে যায়: যেমন কাটছে সাবেক মন্ত্রী-এমপিদের কারাজীবন

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ১২:১৬ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকু'র বিল ১.৬৭ বিলিয়ন ডলার পরিশোধের পর রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলার

বিদায়ী ২০২৪ সালের নভেম্বর–ডিসেম্বর সময়ে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-এর আমদানি বিল বাবদ ১.৬৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিপিএম-৬ হিসাব অনুযায়ী কমে দাঁড়িয়েছে ২০ বিলিয়ন ডলারে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আমদানি বিল পরিশোধ করা হয়। তার আগে এ দিন রিজার্ভের পরিমাণ ছিল ২১.৬৭ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য একটি ইংরেজি দৈনিকের কাছে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ প্রতি দুমাস পরপর আকু'র বিল পরিশোধ করে থাকে। তবে বৃহস্পতিবারের আকু পেমেন্টের পর কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ২৪.৯ বিলিয়ন ডলারে দাঁড়াবে।

নভেম্বর–ডিসেম্বর মাসে আকুর আওতাধীন দেশগুলোর সঙ্গে আমদানি আগের দুই মাসের তুলনায় ১১ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে বাংলাদেশের। এটি ব্যাংক খাতে বৈদেশিক মুদ্রার স্থিতি সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেছেন ব্যাংকাররা।

এর আগে, সেপ্টেম্বর–অক্টোবর মাসে আকু'র ১.৫ বিলিয়ন ডলার বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিপিএম-৬ অনুযায়ী কমে দাঁড়িয়েছিল ১৮.৪৬ বিলিয়ন ডলারে।

উল্লেখ্য, আকু একটি তেহরান-ভিত্তিক সংস্থা। এটি ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা—এ ৯টি সদস্য দেশের মধ্যে আমদানি-রপ্তানি দায় নিষ্পত্তি করে। উৎস: বিজনেস স্ট্যান্ডার্ড

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়