শিরোনাম
◈ কমনওয়েলথ শুটিংয়ে স্বর্ণজয়ী সাদিয়া সুলতানা মারা গেছেন ◈ বাংলাদেশের সংখ্যালঘুরা অনেক নিরাপদ ও সম্মানের সঙ্গে আছে: মাহমুদুর রহমান ◈ এক সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন বৈরী: বাংলাদেশ-ভারত ◈ এবার বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বাবদ পাওনা ১৩৫ কোটি রুপি চাইল ত্রিপুরা ◈ ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ◈ ৭ হাজার বাংলাদেশি গ্রেফতার মালয়েশিয়ায় ◈ আগরতলায় হাইকমিশনে সহিংস হামলার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা-প্রতিবাদ ◈ আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা, মমতার বক্তব্য, ভারতীয় মিডিয়ার অপপ্রচারে তীব্র নিন্দা, বিক্ষোভের ডাক ◈ রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে ফুটবল মাঠে রক্তক্ষয়ী সংঘর্ষ, শতাধিক সমর্থকের মৃত্যু ◈ হেফাজতে ইসলামের আমির ও বায়তুল মোকাররমের খতিবসহ শীর্ষ ১২ আলেমের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৪, ০৭:১৭ বিকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৪, ১০:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নানামুখী চাপে নিম্ন ও মধ্যবিত্তরা 

মহসিন কবির: নানামুখী চাপে নিম্ন ও মধ্যবিত্তরা মানুষ। ২০২৫ সালের মধ্যে মধ্যবিত্ত মানুষের সংখ্যা তিনগুণ বেড়ে ৩ কোটি ৪০ লাখ হবে। মূলত মধ্যবিত্ত যারা, তারাই আয় হারিয়ে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। সুতরাং, মধ্যবিত্ত বিকাশের ওপর নির্ভর করে অর্থনীতি আরও এগিয়ে যাবে বলে যে প্রত্যাশা ছিল, তা অনেকটাই হোঁচট খাচ্ছে।

সব শ্রেণীর মানুষ নানামুখী চাপে থাকার কারণগুলো হলো-দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ধরনের উদ্বেগ-উৎকণ্ঠা। রাস্তায় নামলেই ছিনতাইয়ের শিকার হওয়ার ভয় মানুষকে তাড়া করছে। চুরি-ডাকাতি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় যানজটের ভোগান্তি। এর মধ্যে দুই সিটি করপোরেশনের উদাসীনতায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা। হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর ভিড়। সরকারি হিসাবেই যা ইতোমধ্যে ৯০ হাজার ছাড়িয়ে গেছে। 

রাজধানীতে বায়ুদূষণও ভয়াবহ রূপ নিয়েছে। নগরবাসীর শরীরে বাসা বাঁধছে নানান রোগ-ব্যাধি। এর মধ্যেই শুরু হতে যাচ্ছে নতুন বছর। এরই মধ্যে অনেক বাড়িওয়ালা ভাড়া বৃদ্ধির নোটিশ দেওয়া শুরু করেছে। এ নিয়েও রয়েছে দুশ্চিন্তা। এত সব যন্ত্রণার চাপে পিষ্ট এখন রাজধানীর মানুষ।

আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নগরবাসীকে ভাবাচ্ছে। ঢাকার বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই লেগেই আছে। এর মধ্যে ছিনতাই মারাত্মক আকার ধারণ করেছে। ঘর থেকে বেরিয়েই নিরাপত্তা নিয়ে মানুষকে ভয়ে থাকতে হচ্ছে। সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল যে কোনো সময় ছিনতাই হয়ে যেতে পারে। 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দুবেলা খেয়ে জীবনধারণ করা কঠিন হয়ে পড়েছে। বিগত সরকারের সময় থেকে বাড়তে থাকা দ্রব্যমূল্য এখন যেন আরও তেতে উঠেছে। চালের দাম বেড়েছে পাল্লা দিয়ে। এ ছাড়া পেঁয়াজ, ডিম, আলু এবং সবজির বাজার এখনো বেশ চড়া। এ পরিস্থিতিতে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তরা দীর্ঘদিন ধরেই লাইন দিচ্ছে ওপেন মার্কেট সেলের (ওএমএস) দোকানে। দিন দিন এ লাইন আরও বড় হচ্ছে।

ছিনতাই প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাত্র দুদিন আগে রাত ৯টার দিকে তিনি কাকরাইল মোড়ে ছিনতাই হতে দেখেছেন। ঘটনাটি ঘটেছে রমনা থানার নাকের ডগায়। তিনি বলেন, পাশেই যে রমনা থানা এই ভীতিও কাজ করেনি ছিনতাইকারীদের মধ্যে।

ঢাকায় প্রায় প্রতিদিনই বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মানুষ রাস্তায় নামছেন। অবরোধ করছেন সড়ক। এতে পথ-চলতি মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। গত সপ্তাহে সবচেয়ে বড় ঘটনা ঘটে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট ঘটনা। ঢাকার যে কোনো একটি পয়েন্টে সড়ক অবরোধ হলেই তার রেশ পড়ছে পুরো শহরে। এতে গন্তব্যে পৌঁছতে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

আর এক মাস পরই নতুন বছর শুরু হবে। বছর শেষ হওয়ার আগেই ইতোমধ্যে ঢাকার অধিকাংশ এলাকায় বাড়িওয়ালারা বাসা ভাড়া বৃদ্ধির মৌখিক ও লিখিত নোটিশ করতে শুরু করেছে। এতে নতুন করে নগরবাসীর দুশ্চিন্তার ক্ষেত্র তৈরি হয়েছে।

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএম নাজের হোসাইন গণমাধ্যমকে বলেছেন, মানুষ অনেক দিন ধরেই সংসারের খরচ কাটছাঁট করে চালিয়েছে। সেই ধারা এখনও অব্যাহত আছে। সরকার পরিবর্তনের পর মানুষ আশা করেছিল, চাপ কিছুটা কমবে। কিন্তু প্রতিনিয়ত দ্রব্যমূল্যের সঙ্গে অন্যান্য খরচও বাড়ছে। বছর শেষে বাড়ি ভাড়াও বাড়তে পারে। মানুষের খাদ্য নিরাপত্তার সঙ্গে চিকিৎসা, লেখাপড়া ও যাতায়াতসহ অন্যান্য খরচও বাড়ছে। সেই অর্থে কিন্তু আয় বাড়ছে না। ফলে খাদ্যের তালিকা ছোট করতে হচ্ছে। খাদ্য কমে যাওয়ায় পুষ্টির ঘাটতি হয়ে মানুষ রোগাক্রান্ত হচ্ছে। কর্মক্ষমতা কমে যাচ্ছে। এর প্রভাব জিডিপির ওপর পড়বে একটা সময়। এই অবস্থা যদি চলমান থাকলে জীবনমানের চরম অবনতি হবে।

শীতের আগমনের সঙ্গে ঢাকার দুই সিটিতেই মশার যন্ত্রণা মারাত্মকভাবে বেড়েছে। মশার যন্ত্রণায় রাতে ঠিকমতো ঘুমানোই দায় হয়ে পড়েছে। এর সঙ্গে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ভীতি মানুষকে তাড়া করছে। প্রতিদিনই ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে ঢাকার অসংখ্য মানুষকে হাসপাতালে যেতে হচ্ছে। মৃত্যুর ঘটনাও ঘটছে। চলতি মাসে গতকাল পর্যন্ত এডিস মশাবাহিত রোগটিতে ১৭০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ মৃত্যু এটি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি ড. আদিল মুহাম্মদ খান গণমাধ্যমকে বলেছেন, বসবাসের জন্য ঢাকা পৃথিবীর অন্যতম খারাপ শহর। দূষণ থেকে যানজট খারাপ শহরের সব কিছুই আছে এখানে। যত দিন যাচ্ছে, শহরের পরিবেশ ততই খারাপ হচ্ছে। নতুন নতুন আবাসিক প্রকল্প, শিল্প ও ব্যবসাকেন্দ্র নির্মাণ করতে গিয়ে আমরা পরিবেশকে অগ্রাহ্য করেছি। এখানে নাগরিক পরিষেবা খুবই দুর্বল। এখন ঢাকার মানুষের যে প্রাণশক্তি আছে, সেটাই ঢাকাকে বাঁচিয়ে রাখবে। দূষণের কারণে মানুষ অসুস্থ হয়ে মারা যাচ্ছে, সেই সঙ্গে চিকিৎসার করতে গিয়ে পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। নদীর দূষণ বন্ধ করতে পারলে নদী জীবন্ত হয়ে উঠবে। হাউজিংয়ের জন্য ঢাকার আশপাশে বালু উত্তোলন এবং ইটভাটা বন্ধ করতে পারলে বায়ুদূষণও কমে যাবে। সব ধরনের চাপ ও প্রভাব থেকে মুক্ত হয়ে পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়ন করতে পারলে বসবাসের জন্য উপযোগী হয়ে গড়ে উঠবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯০ হাজার ৭৯৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৯৭৭ জন। অপরদিকে এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২০৫ রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোয় চিকিৎসাধীন মৃত্যু হয়েছে ৮৯ জনের।

বিশ্বজুড়ে বায়ুদূষণ পরিস্থিতির হালনাগাদ তথ্য তুলে ধরা সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রতিবেদন বলছে, নভেম্বরজুড়ে দূষণে ঢাকা শীর্ষ দুই-তিনের মধ্যেই ছিল। গতকাল রাত ৮টায় ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১৮১। যা সারা পৃথিবীর মধ্যে তৃতীয়তম দূষিত শহর।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল গেলে দেখা যাবে, বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা বেশির ভাগই সর্দি-জ্বর ও শ্বাসকষ্টের রোগী। শীত আগমনে এসব রোগ বেড়ে গেছে কয়েকগুণ। শান্তিনগর থেকে চিকিৎসা নিতে আসা নাজমা বেগম বলেন, গত এক সপ্তাহ ধরে পরিবারের সবার সর্দি-কাশি লেগেই আছেে। পরিবারের একজন সুস্থ হয়ে উঠলে আরেকজন আক্রান্ত হচ্ছে। সর্দিকাশির সঙ্গে যুক্ত হচ্ছে শ্বাসকষ্ট। কয়েকদিন ধরে জ্বর-কাশি সঙ্গে শ্বাসকষ্ট হওয়ায় ছয় বছর বয়সী মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে এসেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়