মাসুদ আলম: ঢাকা মহানগরীর ভেতরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের দেয়া নির্দেশনায় এক মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছে চেম্বার আদালত।
এর আগে ১৯শে নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
একইসঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।
হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে সোমবার সকালে চেম্বার আদালতে আবেদন করে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
দুপুরে চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্টের ওই আদেশের ওপর এক মাসের স্থিতাবস্থা দেয় চেম্বার জজ আদালত।
রিটকারির আইনজীবী তাহসিনা তাসনিম সিদ্দিকী জানিয়েছেন, “আদালতের এই স্থিতাবস্থার ফলে আপাতত ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলতে আপাতত বাঁধা নেই। তবে, এক মাসের মধ্যে রুল শুনানি করতে হবে।”
১৯শে নভেম্বর প্যাডেল চালিত রিকশা মালিকদের করা এক রিটের প্রেক্ষিতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশনা দিয়েছিল হাইকোর্ট।
প্যাডেল চালিত রিকশা মালিকদের করা এ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন উচ্চ আদালত।
এরপর থেকে আন্দোলন করে আসছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।
আপনার মতামত লিখুন :