শিরোনাম
◈ যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ বিশ্ব ১০ বছর পর প্লাস্টিক বর্জ্যের মোকাবিলায় অক্ষম হবে ◈ আখাউড়া স্হলবন্দর দিয়ে ভারতে পালাননোর চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক ◈ আইপিএলের নিলামের প্রথম দিনে ৭২ ক্রিকেটারের পেছনে খরচ সাড়ে ৬০০ কোটি ◈ কলম্বিয়াকে হারিয়ে ফুটসাল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ◈ সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ : সারজিস আলম ◈ মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা ◈ ঢাকায় আপাতত ব্যাটারিচালিত রিকশা চলাচলে বাধা নেই : রিটকারির আইনজীবী (ভিডিও) ◈ জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ◈ বিভিন্ন সময়ে শেখ হাসিনার মন্তব্যে ব্যাপক সমালোচনা, সত্য নিয়ে প্রশ্ন 

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৪, ০৩:১৯ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৪, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় আপাতত ব্যাটারিচালিত রিকশা চলাচলে বাধা নেই : রিটকারির আইনজীবী (ভিডিও)

ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই : আইনজীবী (ভিডিও)

মাসুদ আলম: ঢাকা মহানগরীর ভেতরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের দেয়া নির্দেশনায় এক মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছে চেম্বার আদালত।

এর আগে ১৯শে নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

একইসঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।

হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে সোমবার সকালে চেম্বার আদালতে আবেদন করে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

দুপুরে চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্টের ওই আদেশের ওপর এক মাসের স্থিতাবস্থা দেয় চেম্বার জজ আদালত।

রিটকারির আইনজীবী তাহসিনা তাসনিম সিদ্দিকী জানিয়েছেন, “আদালতের এই স্থিতাবস্থার ফলে আপাতত ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলতে আপাতত বাঁধা নেই। তবে, এক মাসের মধ্যে রুল শুনানি করতে হবে।”

১৯শে নভেম্বর প্যাডেল চালিত রিকশা মালিকদের করা এক রিটের প্রেক্ষিতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশনা দিয়েছিল হাইকোর্ট।

প্যাডেল চালিত রিকশা মালিকদের করা এ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন উচ্চ আদালত।

এরপর থেকে আন্দোলন করে আসছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়