শিরোনাম
◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ আমরা একমতের জায়গাগুলো চিহ্নিত করতে পেরেছি, সেগুলো নিয়ে অগ্রসর হব: এনসিপির সঙ্গে বৈঠকে আলী রীয়াজ ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টি হতে পারে ◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪, ০১:৩৬ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেজগাঁও থেকে বিলাসবহুল গাড়ি জব্দ করলো কাস্টমস

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে আমদানি করা একটি বিএমডব্লিউ সেভেন সিরিজ গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ থেকে গাড়িটি জব্দ করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক সাজিদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও শিল্প এলাকার মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়। যার মডেল নম্বর ৭৪০ই।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, ২০২০ সালের ৩ মে চট্টগ্রামের নাগোয়া করপোরেশন নামের এক আমদানিকারক প্রতিষ্ঠান বিএমডব্লিউ সেভেন সিরিজের ৭৪০-ই মডেলের ওই গাড়িটি ছাড় করে। তবে তখন গাড়ির ঘোষণাপত্রে বিএমডব্লিউ ফাইভ সিরিজের ৫৩০-ই মডেলের গাড়ির কথা উল্লেখ করা হয়। যা মূলত কাস্টমস আইন, ২০২৩ এর ১৮, ৩৩, ৯০, ১২৬ ধারার লঙ্ঘন ও একই আইনের ২ (২৪) অনুযায়ী চোরাচালান হিসেবে গণ্য অপরাধ।

শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়িটি বুধবার তেজগাঁও শিল্প এলাকার মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে সার্ভিসিংরত অবস্থায় জব্দ করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নিতে জব্দ করা গাড়িটি শুল্ক গুদামে জমা দিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়