অক্টোবরের শেষের দিকে চলতি ইরানি বছরের প্রথম সাত মাসে ইরানের কৃষি পণ্যের রপ্তানি ২৮ শতাংশ বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এই রপ্তানি বেড়েছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) পরিসংখ্যানে এই চিত্র দেখা গেছে।
রোববার প্রকাশিত পরিসংখ্যানগুলিতে দেখা যায়, ইরান চলতি ইরানি ক্যালেন্ডার বছরের ৭ মাসে (২১ মার্চ থেকে ২২ অক্টোবর ২০২৪) প্রায় ২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের কৃষি পণ্য রপ্তানি হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি।
আইআরআইসিএ জানিয়েছে, এপ্রিল-অক্টোবরে ইরানের বিভিন্ন জাতের টমেটো রপ্তানি হয়েছে ২২৬ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে তরমুজ রপ্তানি থেকে আয় হয় ১৩৯ মিলিয়নে ডলার।
প্রথম সাত মাসে অ্যাপল রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই সময়ে প্রায় ৪৬ শতাংশ রপ্তানি বেড়েছে। সূত্র: মেহর নিউজ
আপনার মতামত লিখুন :