শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের শুভেচ্ছাবার্তা ◈ বার্তা খুব স্পষ্ট, ইউরোপীয় ইউনিয়ন আপনার সঙ্গে আছে: ইইউ ◈ গ্লোবাল সুপার লিগে দল পেলেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব ◈ ফরিদপুরে  বালু উত্তোলন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩ ◈ ম্যানচেস্টার সিটির পরাজয়, অন্য ম্যাচে জিতলো  লিভারপুল ◈ নিজের মাঠেই এসি মিলানের কাছে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ ◈ ‘ঠিকানায় সাদ্দাম’, তোপে খালেদ মুহিউদ্দীন, হাসনাত-সারজিস বললেন ‘শহিদদের সঙ্গে প্রতারণা’ ◈ শপথ নিলেন পিএসসির আরও ৪ সদস্য ◈ সংস্কারের জন্য অর্থের কোনো ঘাটতি হবে না, প্রধান উপদেষ্টাকে পাওলা পামপালোনি ◈ ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে আ,লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৪, ১২:২২ রাত
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমেছে ১,৩৬৫ টাকা, 

দেশের বাজারে সোনার দাম কমেছে। এ দফায় প্রতি ভরিতে দাম কমেছে সর্বোচ্চ ১ হাজার ৩৬৫ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল সোমবার রাতে সোনার দাম কমানোর এ ঘোষণা দেয়। নতুন দর আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে। তবে রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। হলমার্ক করা ২২ ক্যারেট রুপার ভরি ২ হাজার ১০০ টাকা থাকছে।

জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট সোনার ভরি আগামীকাল থেকে ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকায় বিক্রি হবে। দাম কমার পর প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩৫ হাজার ৬৯৯ টাকা এবং ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ১৬ হাজার ৩১৩ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ৯৫ হাজার ৫৭৫ টাকায়।

আজ সোমবার পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরির দাম ছিল ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। দেশের বাজারে এটিই ছিল এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। এ ছাড়া আজ পর্যন্ত প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩৭ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ১৭ হাজার ৪৩৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৬ হাজার ৫২০ টাকায় বিক্রি হয়েছে।

বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে আগামীকাল থেকে ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৩৬৫ টাকা কমবে। এ ছাড়া ২১ ক্যারেটে ১ হাজার ৩০৬ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ১২০ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৯৪৫ টাকা দাম কমছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়