শিরোনাম
◈ রাজধানীর যেসব এলাকায় আজ (৩১ অক্টোবর) গ্যাস থাকবে না  ◈ ‘গুয়াম কিলার’-এর সংখ্যা বৃদ্ধি করছে চিন, কপালে চিন্তার ভাঁজ পড়েছে আমেরিকার ◈ ছাত্রলীগকে প্রশ্রয় দেওয়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০ ◈ লালমনিরহাটে হাসপাতালের টেন্ডার জমাদানে বাঁধা, যুবদল নেতা আটক ◈ বিব্রত শায়খ আহমাদুল্লাহ, জানালেন অস্বস্তির কথা ◈ ‘জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাস দেবে না’ ◈ সায়েমা ওয়াজেদ ‘নিষ্ক্রিয়’, বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করবে ◈ সাফ শিরোপা জয়ের জন্য বাংলাদেশের নারী খেলোয়াড়দের অভিনন্দন প্রধান উপদেষ্টার ◈ ফের আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, কাল থেকে কার্যকর ◈ এই ইউএনও চলেন ‘ঘড়ির কাঁটায় কাঁটায়’

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ১২:৩২ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, কাল থেকে কার্যকর

 দেশের বাজারে আবারও বাড়ল  স্বর্ণের দাম। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম বেড়েছে এক হাজার ৫৭৫  টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লাখ ৪৩ হাজার ৫২৬ টাকায়। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

বুধবার (৩০ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৩৭ হাজার ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৯৬ হাজার ৫২০ টাকা করা হয়েছে।

 অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১০০ টাকা।

২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৬ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়