শিরোনাম
◈ নির্বাচনের মাঠে কোন দল কী অবস্থানে ◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা ◈ মজুদকৃত প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৪, ০৬:৪৩ বিকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্টারনেট না থাকায় রেমিট্যান্স প্রবাহে স্থিমিত অবস্থার সৃষ্টি হয়েছে, চাপ বেড়েছে রিজার্ভে

ইন্টারনেট না থাকায় দেশের রেমিট্যান্স প্রবাহ স্থিমিত হয়ে এসেছে। বিশেষ করে বিদেশ থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকা পাঠানো এক রকম বন্ধ আছে। সূত্র : সময় টিভি

তিন দিন ধরে দেশে ব্রডব্যান্ড এবং মোবাইল ডাটা বন্ধ থাকায় দেশে আত্মীয়-স্বজনকে টাকা পাঠাচ্ছেন না প্রবাসীরা। নাম প্রকাশ না করার শর্তে এমন তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের এক উচ্চপদস্থ কর্মকর্তা।

রোববার (২১ জুলাই) সময় সংবাদকে তিনি বলেন, অনেক প্রবাসী রেমিট্যান্স পাঠান এমএফএস বা ই-ব্যাংকিং সেবার মাধ্যমে। দেশে ইন্টারনেট না থাকায় আপাতত তারা রেমিট্যান্স পাঠাচ্ছেন না। অপেক্ষা করছেন অবস্থা স্বাভাবিক হওয়ার জন্য।

এতে করে রেমিট্যান্স প্রবাহে স্থিমিত অবস্থার সৃষ্টি হয়েছে এবং চাপ বেড়েছে রিজার্ভে। সব মিলিয়ে দেশের অর্থনীতিতে দিনকে দিন চাপ বাড়ছে বলে জানান এ ব্যাংক কর্মকর্তা।

এদিকে, বিদেশ থেকে টাকা না আসায় চাপের মধ্যে পড়েছে বৈদেশিক মুদ্রার ওপর নির্ভরশীল পরিবারগুলো। এদের একজন রুবাইয়াত হোসেন। তার বাবা থাকেন দুবাইয়ে।
 
সময় সংবাদকে রুবাইয়াত বলেন, দুবাই থেকে টাকা পাঠালেও এখান থেকে টাকা তোলার কোনো উপায় নেই। ঠিকমতো যোগাযোগও করা যাচ্ছে না। সব মিলিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।’ 
 
কারফিউ দীর্ঘায়িত হলে অর্থনৈতিক অবস্থা  আরও ঘোলাটে হবে বলে শঙ্কা করছে পরিবারগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়