এ এইচ সবুজ, গাজীপুর: জাতীয় বৃক্ষ রোপণ অভিযান-২০২৪ উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) খামার ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) ব্রি'র প্রশাসনিক ভবনের সামনে গোলাপ বাগানের পাশে বৃক্ষ রোপণ করে এ অভিযানের উদ্বোধন করা হয়।
খামার ব্যবস্থাপনা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং খামার ব্যবস্থাপনা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রেজাউল মনিরের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে ব্রি'র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি'র পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান এবং উচ্চ শিক্ষা ও গবেষণা সমন্বয়কারী ড. মুন্নুজান খানম।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্রি'র সকল বিভাগীয় প্রধান, শাখা প্রধান ও ব্রি'র সকল ক্রিয়াশীল সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :