এম এম লিংকন: [২] এতে ৯ দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে দেশের মূল্যস্ফীতি যা মে মাসে ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ।
[৩] রোববার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
[৪] এতে উল্লেখ করা হয়েছে, জুনে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৪২ শতাংশ। এটা মে মাসে ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ।
[৫] অন্যদিকে, খাদ্য বহির্ভূত পণ্যে জুনের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৫ শতাংশ যা মে মাসে ছিল ৯ দশমিক ১৯ শতাংশ।
[৬] বিবিএসের প্রতিবেদনে আরও উল্লেখ করাা হয়েছে, জুনে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮১ শতাংশে। আগের মাসে ছিল ৯ দশমিক ৯৯ শতাংশ।
[৭] এতে করে গ্রামে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৩৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ১০ দশমিক ৭৩ শতাংশ।
[৮] আর গ্রামে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৬ শতাংশে, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৩১ শতাংশ।
[৯] এদিকে শহরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশে, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।
[১০] এর মধ্যে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি ১০ দশমিক ৫৪ শতাংশে, যা আগের মাসে ছিল ১০ দশমিক ৮৬ শতাংশ।
[১১] এছাড়া শহরে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক শূন্য ৩ শতাংশ।
[১২] বিবিএস আরও উল্লেখ করেছে, জুনে মজুরি হার বেড়ে ৭ দশমিক ৯৫ শতাংশে দাঁড়িয়েছে, যা মে মাসে ছিল ৭ দশমিক ৮৮ শতাংশ।
[১৩] এরমধ্যে কৃষিতে মজুরি হার হয়েছে ৮ দশমিক ৩৩ শতাংশ, যা মে মাসে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। শিল্প খাতে মজুরি বেড়ে হয়েছে ৭ দশমিক ৪২ শতাংশ, যা আগের মাসে ছিল ৭ দশমিক ৩৫ শতাংশ।
[১৪] এবং সেবা খাতে মজুরি হার বেড়ে হয়েছে ৮ দশমিক ৫০ শতাংশ, যা মে মাসে ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ। সম্পাদনা: এম খান
এমএমএল/আইকে/এনএইচ
আপনার মতামত লিখুন :