শিরোনাম
◈ ‘ইজতেমার নিয়ন্ত্রণ’ নাকি ‘সাদ কান্দালভি’- তাবলীগ সংকটের কারণ আসলে কী ◈  আমরা কিংস পার্টি নই, আমরা কিংস মেকার:  হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার ◈ অনলাইনে আয়কর পরিশোধে ফি বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক ◈ প্রায় অর্ধেক মানুষই জানে না তার ডায়াবেটিস ◈ তেজগাঁও থেকে বিলাসবহুল গাড়ি জব্দ করলো কাস্টমস ◈ আশা করি নতুন উপদেষ্টাদের কাজ দেখে বিচার করবেন বাংলাদেশের জনগণ : মাহফুজ আলম ◈ উদ্বোধনের অপেক্ষায় ৫২ জেলায় পানির গুণগতমান পরীক্ষাগার, মিলবে বিশুদ্ধ পানি ◈ যে কারণে পুরুষের চার বিয়ে করার কথা বললেন এই অভিনেত্রী হীরা সুমরো ◈ এখনো রাস্তায় আহতরা, উপদেষ্টাদের হাজির হওয়ার আলটিমেটাম

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ১০:৩৪ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৪, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুনে মূল্যস্ফীতি সামান্য কমেছে: পরিসংখ্যান ব্যুরো

এম এম লিংকন: [২] এতে ৯ দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে দেশের মূল্যস্ফীতি যা মে মাসে ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ।

[৩] রোববার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

[৪] এতে উল্লেখ করা হয়েছে, জুনে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৪২ শতাংশ। এটা মে মাসে ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ।

[৫] অন্যদিকে, খাদ্য বহির্ভূত পণ্যে জুনের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৫ শতাংশ যা মে মাসে ছিল ৯ দশমিক ১৯ শতাংশ।

[৬] বিবিএসের প্রতিবেদনে আরও উল্লেখ করাা হয়েছে, জুনে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮১ শতাংশে। আগের মাসে ছিল ৯ দশমিক ৯৯ শতাংশ। 

[৭] এতে করে গ্রামে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৩৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ১০ দশমিক ৭৩ শতাংশ। 

[৮] আর গ্রামে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৬ শতাংশে, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৩১ শতাংশ।

[৯] এদিকে শহরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশে, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ। 

[১০] এর মধ্যে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি ১০ দশমিক ৫৪ শতাংশে, যা আগের মাসে ছিল ১০ দশমিক ৮৬ শতাংশ। 

[১১] এছাড়া শহরে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক শূন্য ৩ শতাংশ।

[১২] বিবিএস আরও উল্লেখ করেছে, জুনে মজুরি হার বেড়ে ৭ দশমিক ৯৫ শতাংশে দাঁড়িয়েছে, যা মে মাসে ছিল ৭ দশমিক ৮৮ শতাংশ। 

[১৩] এরমধ্যে কৃষিতে মজুরি হার হয়েছে ৮ দশমিক ৩৩ শতাংশ, যা মে মাসে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। শিল্প খাতে মজুরি বেড়ে হয়েছে ৭ দশমিক ৪২ শতাংশ, যা আগের মাসে ছিল ৭ দশমিক ৩৫ শতাংশ। 

[১৪] এবং সেবা খাতে মজুরি হার বেড়ে হয়েছে ৮ দশমিক ৫০ শতাংশ, যা মে মাসে ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ। সম্পাদনা: এম খান

এমএমএল/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়