শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ১০ জুন, ২০২৪, ০৫:১৯ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজেট লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী, তবে বাস্তবায়ন সম্ভব: ফরেন চেম্বার 

সালেহ্ বিপ্লব: [২] বাংলাদেশে বিনিয়োগকারী বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন দ্য ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) মনে করে, এবারের প্রস্তাবিত বাজেটের আকার, জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে তা উচ্চাভিলাষী। তবে কার্যকরী পরিকল্পনার মাধ্যমে এই বাজেট বাস্তবায়ন সম্ভব। আর এ লক্ষ্য অর্জনে আর্থিক নীতির আরও সংস্কার প্রয়োজন। 

[৩] সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০২৪-২৫ সালের বাজেট সম্পর্কে পর্যালোচনা তুলে ধরেছে ফিকি।  বাজেটের বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন ফিকি সভাপতি জাভেদ আখতার। উপস্থিত ছিলেন ফিকির উপদেষ্টা ও সাবেক সভাপতি রূপালী চৌধুরী।

[৪.১] সংবাদ সম্মেলনে বলা হয়, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্য নিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। উপস্থাপিত বাজেটের বেশ কয়েকটি প্রস্তাবকে স্বাগত জানান ফিকি সভাপতি। তবে টেলিকম, কার্বনেটেড বেভারেজ ও ওয়াটার পিউরিফায়ারের ওপর আরোপিত শুল্ক ও করকে অতিরিক্ত দাবি করে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

[৪.২]  তিনি বলেন, এসব খাতে এই বর্ধিত কর ব্যবসার মুনাফা ও কার্যকারিতার ক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জ তৈরি করবে এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রবাহকে বাধাগ্রস্ত করবে।

[৫] ব্যক্তিগত আয়কর হার বাড়ানোর প্রস্তাবের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে ফিকি। এটি সৎ করদাতাদের আয়কর দেয়ার ব্যাপারে নিরুৎসাহিত করতে পারে বলে সংগঠনটির নেতারা মনে করেন। তবে কাঁচামাল আমদানির ক্ষেত্রে উৎসে কর হ্রাসের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন তারা।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়