শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ০৯:২০ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে ৫৫,২৫০ হেক্টর জমিতে বোরো চাষ, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে

হাবিবুর রহমান সোহেল, কক্সবাজার: [২] পর্যটন রাজধানী কক্সবাজার জেলায় বারো ফসলের মাঠে এখন ঘন সবুজের সমারোহ। এই সবুজ ধান গাছের ঢেউয়ে দুলছে কৃষকের স্বপ্ন। জেলার ৮টি উপজেলায় এবার বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। গত বছরের চেয়ে চলতি মৌসুমে ১৩৭ হেক্টর অতিরিক্ত জমিতে বোরো ধানের চাষ হয়েছে। চলতি বোরো মৌসুমে ৫৫ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরোধান আবাদ করা হয়েছে। গত বছর লক্ষ্যমাত্রা ছিলো ৫৪ হাজার ৭০০ হেক্টর।

[৩] কৃষকরা আশা করছেন, আগামী ঈদুল ফিতরের আগে অথবা আগামী মাসের প্রথম দিকে তাদের কাঙ্খিত সোনালি ধান কেটে ঘরে তুলতে পারবেন। তারা বলছেন, বাজারে ধানের ভালো দাম থাকলে  তারা লাভবান হবেন। 

[৪] কচ্ছপিয়া তিতার পাড়ার ওসমান গনি জানান, ১৬ বিঘা জমিতে হাইব্রিড জাতের বোরো ধানের আবাদ করেছি। এর মধ্যে ব্রি-৮৯ জাতের ধান আছে ৬ বিঘা। বাকি ১০ বিঘায় ব্রি ধান-৯২, ব্রি ধান ৯৬, বঙ্গবন্ধু ধান ১০০, ব্রি-৭৪ জাতের আবাদ করেছি। ভালো ফলন হওয়ায়, এবার স্বপ্নও দেখছি ভালো দামের। আর কিছুদিন পরেই সোনালি ধানের ম ম গন্ধে ভরে উঠবে কৃষকের বাড়ির উঠান।

[৫] একই এলাকার বর্গা চাষি জয়নাল আবেদিন বলেন, প্রতিবেশীর নিকট থেকে ২ বিঘা জমি বর্গা নিয়ে হাইব্রিড ধানের আবাদ করছি। ব্রি-৭৪, ৭৫ এবং ৮৫ জাতের আবাদ করেছি। এ দোলায় (মাঠে) আমার মতো ফসল কারো ফলেনি। প্রতি বিঘায় ২৪ থেকে ২৬ মন ধানের আশা করছি। প্রতিদিন আসি আর ধান কাটার স্বপ্ন দেখি। আশা করি আগাম ধান উঠলে ধানের বাজার ভালো পাবো। বাকি দিনগুলি মোটামুটি ভালোই চলে যাবে। 

[৬] এদিকে ধান চাষে নানাভাবে ব্যয়বৃদ্ধির পাশাপাশি হঠাৎ করে ডিজেল, সার, কীটনাশকের দাম বৃদ্ধি হওয়ার কারণে কৃষকদের মাঝে হতাশা দেখা দিয়েছে। 

[৭] কৃষকরা জানান, মজুরি, ডিজেল, সার, কীটনাশকের দাম অনেক বেশি। একারণে চলতি বোরো মৌসুমে ধান উৎপাদন নিয়ে শংঙ্কা যেন কাটছেনা তাদের। এরপরেও আবহাওয়া অনুকূলে থাকলে সবকিছু এড়িয়ে লাভবান হওয়ার আশা করছেন তারা। 

[৮] কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বোরো মৌসুমে (২০২৩-২৪ অর্থবছরে) কক্সবাজার জেলার ৯ উপজেলায় ২ লাখ ২৭ হাজার ২৬৩ হেক্টর জমিতে বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমি চাষা-বাদের জন্য ২ হাজার ৭৬৫ হেক্টরে বীজতলা করা হয়েছিল। বোরো মৌসুমে হাইব্রিড, উফশী ও স্থানীয় তিন জাতের ফলনের আবাদ হয়েছে। চকরিয়া ৮৭২ হেক্টর, পেকুয়া ৩৫৭ হেক্টর, রামু ৩৩৪ হেক্টর, সদর উপজেলা ৩৪২ হেক্টর, উখিয়া ৩২৭ হেক্টর, টেকনাফ ৮৫ দশমিক ৬৭ হেক্টর, মহেশখালী ৩৫৭ হেক্টর,  এবং কুতুবদিয়া ৮৮ হেক্টর। 

[৯] সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ফসলের মাঠ ঘুরে দেখা যায়, বোরে ধানের ক্ষেত প্রকৃতির খেয়ালে গাঢ় সবুজ রঙ ধারণ করেছে। সবুজে ঘেরা মাঠে কৃষক ব্যস্ত সময় পার করছেন। ধানগাছ ভাল রাখতে ও ধানের উৎপাদন বাড়াতে কৃষকরা ক্ষেতের ঘাস পরিষ্কার, সার ও বালাইনাশক ওষুধ প্রয়োগ ও পার্চিংসহ সার্বক্ষণিক পরিচর্যা করছেন। বোরো আবাদের জন্য আবহাওয়া রয়েছে অনুকূলে। তাই ফুরফুরে মেজাজে রয়েছে কৃষকরা। 

[১০] জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কবির হোসেন জানান, চলতি মৌসুমে ৫৫ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো’র আবাদ হয়েছে। অগ্রগতি ৫০ শতাংশ। গত বছরের তুলনায় এবার ১৩৭ হেক্টর অতিরিক্ত জমিতে বোরো’র আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বোরো’র বাম্পার ফলন হবে। সম্পাদনা: হ্যাপী

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়