ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: [২] ঝিনাইদহের কালীগঞ্জে ৩৩টি ছোট গাঁজার গাছসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
[৩] গ্রেপ্তার নারী হলেন- কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন এলাকার বালিয়াডাঙা গ্রামের পশ্চিম পাড়ার আমিনুর ইসলাম ওরফে আমির দয়ালের স্ত্রী তারাভানু খাতুন (৪৫)।
[৪] থানা পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে আমিনুর ইসলাম দয়ালের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাড়ির আঙিনায় লাগানো ৩৩টি ছোট গাঁজা গাছের চারা উদ্ধার করে বাড়িতে থাকা তারাভানু খাতুনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তারাভানুর স্বামী আমিনুর ইসলাম ওরফে আমির দয়াল পলাতক আছে।
[৫] কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজীফ জানান, এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :