শিরোনাম
◈ ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিতে সমঝোতা স্বাক্ষর ◈ কাশ্মীর নিয়ে কোনো ছাড় নয়, ১৩ লাখ ভারতীয় সেনাদের ভয় পায় না পাকিস্তান: জেনারেল আসিম মুনির ◈ দেশে প্রথমবার অভ্যন্তরীণ রুটে কনটেইনারবাহী জাহাজ চলাচল শুরু, রপ্তানিতে আসবে গতি ◈ 'টিপকাণ্ড' ঘিরে মানহানির মামলা: ১৬ তারকাকে আসামি করলেন সেই চাকরিচ্যুত পুলিশ সদস্য ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে জটিলতা বাড়াচ্ছে আরাকান আর্মি, জাতীয় স্বার্থে আলোচনা সম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা ◈ কৃ‌ষি গু‌চ্ছের বিশ্ব‌বিদ‌্যালয় ও বিষয় পছ‌ন্দের আবেদন শুরু ◈ বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পক্ষে ভারতের যুক্তি: ‘আগে বাংলাদেশ কী করেছে, সেটাও দেখতে হবে’ ◈ কূটনীতিকের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মডেল মেঘনা: চার্জশিটে অভিযোগ ◈ মালয়েশিয়ায় বড় ধরনের অভিযান: ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ অবৈধ অভিবাসী আটক ◈ দীর্ঘ বিরতির পর ঢাকা-ইসলামাবাদে সচিব পর্যায়ের বৈঠক, শিক্ষা-বাণিজ্যসহ নানা খাতে সহযোগিতার অঙ্গীকার

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৪, ০৫:৪৯ বিকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৪, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জে খেলার মাঠ থেকে নারীর মরদেহ উদ্ধার 

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ: [২] সদর উপজেলার চানপুর গ্রামে দুর্বৃত্তদের হাতে আছিয়া খাতুন (৫০) নামে এক নারী খুন হয়েছেন। আছিয়া খাতুন চানপুর গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার স্ত্রী।

[৩] মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলেকে আটক করে থানা নিয়ে এসেছে পুলিশ। 

[৪] স্থানীয়রা জানান, চানপুর গ্রামের পার্শ্ববর্তী খেলার মাঠে সকালে আছিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে বিষয়টি তাৎক্ষণিত সদর থানা পুলিশকে অবগত করা হয়। খবর পেয়ে (ওসি) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। 

[৫] স্থানীয়দের ধারণা, ভোর সকালে হয়তো ওই নারীকে খুন করা হয়। নারীর মরদেহের পাশে রক্ত ও তার গায়ে বেশ কিছু আঘাতের চিহ্ন দেখা গেছে। 

[৬] হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, আছিয়া খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। তবে ধারণা করা হচ্ছে- সকালে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলে আব্দুল মজিদকে থানায় নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়