শিরোনাম
◈ ‘ক্যাশ লেস’ করতে এভিএস চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ এইচএসসির ফরম পূরণ শুরু ২ মার্চ, বৃদ্ধি পেয়েছে ফি ◈ শার্শায় দেড় কোটি মুল্যের রুপার অলংকারসহ দুই পাচারকারী আটক ◈ ইসি কর্মকর্তারা ওটিপি ফাঁস আতঙ্কে! ◈ জুলাই আন্দোলনে গিয়ে ছাত্রলীগের হাতে ধর্ষণের শিকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রী ◈ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ফের শুরু ◈ সাকিব আল হাসান মার্চে আবার বোলিং পরীক্ষা দেবেন  ◈ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হয়েও দুবাইতে খেলতে যাওয়ায় ঠাট্টা ও বিদ্রুপের শিকার পাকিস্তান ◈ শেখ হাসিনাকে ৩ বছর আগেই সতর্ক করেছিলাম, আমার কথা রাখলে এভাবে পালাতে হতো না: কর্ণেল অলি ◈ সাউন্ড গ্রেনেড-জলকামান দিয়ে সরিয়ে দেওয়া হলো আউটসোর্সিংকর্মীদের

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৪, ০৫:৪৯ বিকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৪, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জে খেলার মাঠ থেকে নারীর মরদেহ উদ্ধার 

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ: [২] সদর উপজেলার চানপুর গ্রামে দুর্বৃত্তদের হাতে আছিয়া খাতুন (৫০) নামে এক নারী খুন হয়েছেন। আছিয়া খাতুন চানপুর গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার স্ত্রী।

[৩] মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলেকে আটক করে থানা নিয়ে এসেছে পুলিশ। 

[৪] স্থানীয়রা জানান, চানপুর গ্রামের পার্শ্ববর্তী খেলার মাঠে সকালে আছিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে বিষয়টি তাৎক্ষণিত সদর থানা পুলিশকে অবগত করা হয়। খবর পেয়ে (ওসি) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। 

[৫] স্থানীয়দের ধারণা, ভোর সকালে হয়তো ওই নারীকে খুন করা হয়। নারীর মরদেহের পাশে রক্ত ও তার গায়ে বেশ কিছু আঘাতের চিহ্ন দেখা গেছে। 

[৬] হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, আছিয়া খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। তবে ধারণা করা হচ্ছে- সকালে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলে আব্দুল মজিদকে থানায় নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়