মাসুদ আলম: [২] এক দিনেই ১৫ জনকে তাদের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ। তবে প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় ৫৫টি মোবাইল ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি। মঙ্গলবার হারানো এসব মোবাইল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
[৩] মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, মোবাইল উদ্ধারে মিরপুর মডেল থানায় বিশেষ একটি টিম গঠন করা হয়েছে। সেই টিমই দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল উদ্ধার করে। এসব মোবাইল হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া। বিভিন্ন সময় এসব মোবাইল উদ্ধারে জিডি করেন ভুক্তভোগীরা। সেই জিডি ও মামলার সূত্রে এসব মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইলের মধ্যে ১৫টি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি মোবাইল প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় হস্তান্তর করা সম্ভব হয়নি। সম্পাদনা: তারিক আল বান্না
আপনার মতামত লিখুন :