শিরোনাম
◈ ঢাবিতে ধর্ষণ-নিপীড়নের বিচারসহ ৩ দাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল ◈ যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ◈ সেই শিশুটির জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস ◈ ২০২৬ সালেই এলডিসি থেকে উত্তরণ, প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ মডেল মসজিদ নির্মাণে সৌদি আরব কোনো টাকা দেয়নি, হয়েছে ব্যাপক অনিয়ম: প্রেস সচিব ◈ হঠাৎ বাংলাদেশের ‘ফোর্স’ নামের এক সিনেমায় পাকিস্তানি মডেল! ◈ সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় শিশুটির মরদেহ, জানাজা সম্পন্ন ◈ তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে ৫ হাজার! ◈ ছাড়া পেল ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে গ্রেপ্তার হওয়া সেই তরুণ

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০১:২৯ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুট ওভারব্রিজের নিচ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

মোশতাক আহমেদ: [২] নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ফুট ওভারব্রিজের নিচ থেকে অচেতন অবস্থায় অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পথচারীরা। মরদেহটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে রয়েছে।

[৩] বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

[৪] তিনি জানান, সকাল ১০টার দিকে পথচারীরা ওই যুবককে রক্তাক্ত জখম ও অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

[৫] তিনি আরও জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার নাম পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে এটি সড়ক দুর্ঘটনা।

[৬] হাসপাতালে নিয়ে আসা পথচারী সোহাগ জানান, সকাল ১০টার দিকে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কাঁচপুর ফুটওভার ব্রীজের নীচে রক্তাক্ত জখম অবস্থায় ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই যুবককে চিকিৎসার জন্য ঢামেকে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৭] কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. রেজাউল হক বলেন, শুনেছি ঢাকা মেডিকেলে একজনের লাশ আছে। এর বেশি কিছু জানা নাই। হয়তো কোনো দুর্ঘটনা হয়ে থাকতে পারে।

প্রতিনিধি/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়