মোস্তাফিজুর রহমান: ধানমন্ডিতে লেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১২ বছর। তার পরনে ছিল জিন্সের প্যান্ট।
ধানমন্ডি থানার উপপরিদর্শক এসআই আব্দুল্লাহ বিন কাসেম বলেন, শনিবার (৩ জুন) সকালে খবর পেয়ে ৭ নম্বর রোডের পাশে লেক থেকে ভাসমান অবস্থায় দেখতে পাই। পরে ফায়ার সার্ভিস এর খবর দেওয়া হয়। তাদের সহযোগিতায় সকাল ৭টায় ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত জন্য শিশুর মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
প্রাথমিক ধারণা করা যায় কালো শার্ট ও জুতা খুলে রেখে লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মৃত শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে। সম্পাদনা: হ্যাপী
এমআর/এইচএ
আপনার মতামত লিখুন :