মাজহারুল ইসলাম, মোস্তাফিজুর রহমান: বনানী এলাকার একটি পুলিশ চেকপোস্ট থেকে বৃহস্পতিবার (২৫ মে) সকালে আশরাফুজ্জামান রনি (২২) নামের এক পুলিশ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত পুলিশ সদস্য রনির বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। ২০২০ সালে তিনি চাকরিতে যোগদান করেন। যমুনাটিভি, সময়টিভি
পুলিশের দাবি, রনি নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজ বুকে গুলি করে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
বনানী থানার এসআই মুন্তাহারুল ইসলাম জানান, রনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি মিরপুর পুলিশ লাইনসে থাকতেন। সকাল থেকে তার ডিউটি ছিল বনানী ১১ নম্বর রোডের শেষ মাথায় পুলিশ চেকপোস্টে। তিনি সকাল সাড়ে ৬টায় ডিউটিতে যান। এর পরপরই চেকপোস্টের বাথরুমে ঢোকেন। এ সময় ভেতর থেকে একটি গুলির শব্দ শুনতে পান অন্যরা। দরজা ধাক্কা দিয়ে খুলে তারা ভেতরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় রনি বাথরুমে পড়ে রয়েছেন। পরে সকাল ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় রনিকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্পাদনা: সাজ্জাদুল ইসলাম
এমআই/এসআই/এইচএ
আপনার মতামত লিখুন :