শিরোনাম
◈ প্রকাশ্যে যুবদল নেতার চাঁদাবাজি করার ঘোষণার পর গ্রেফতার ৪ (ভিডিও) ◈ ২৯ মিলিয়ন ডলার নেওয়া বাংলাদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তি সম্পর্কে যা জানাগেল ◈ ধর্মীয় উসকানিতে ঐক্য বিনষ্টের অপচেষ্টা চলছে: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ◈ স্টারলিংক বন্ধের গুঞ্জন নিয়ে যা বললেন ইলন মাস্ক! ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ◈ সৌদি প্রো লিগে আল হিলালকে ৪-১ গোলে হারালো বেনজেমার ইত্তিহাদ ◈ ছাত্রদের নতুন দলই নিয়ে ব্যাপক জল্পনা, সম্ভব্য নাম ‘বিপ্লবী ছাত্রশক্তি’, ঘোষণা শিগগিরই  ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রবাসী শিক্ষানুরাগীর যে ৬ প্রস্তাব দিলেন ◈ লা লিগায় লাস পালমাসকে হারালো বার্সেলোনা ◈ ভারত-পাকিস্তান মহারণ বিকালে, ধর্মগুরু বলছেন পাকিস্তান জিতবে 

প্রকাশিত : ০৯ মে, ২০২৩, ০৭:০৩ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৩, ০৭:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় দুইজনের আত্মহত্যা

সোহাগ হাসান, সিরাজগঞ্জ: মোবাইলে কথা ও টাকা পাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর সঙ্গে ঝগড়ার পৃথক ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের আটিয়ারপাড়া এলংজানী গ্রামের সুমি খাতুন (২৮) ও বড়পাঙ্গাসী ইউনিয়নে কাসেম আলী (৫৫) আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৯ মে) বিকেলে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আত্মহত্যার বিষয়টি জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোহনপুর ইউনিয়নের আটিয়ারপাড়া এলংজানী গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের সঙ্গে তাঁর স্ত্রী সুমি খাতুনের ঝগড়া হয়। পরে সুমি খাতুন নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

শরিফুল ইসলামের চাচাতো ভাই মো. বুলু মিয়া বলেন, শরিফুল ঢাকায় চাকরি করেন। বেশ কিছুদিন ধরে স্ত্রীর চাকরি নেওয়া নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছিল। সকালে স্বামী-স্ত্রীর মোবাইল ফোনে কথা বলার সময় কথা-কাটাকাটি হয়। পরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুমি খাতুন।

বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মুন্নাফ হোসেন বলেন, কাসেম আলী একজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে
সংসার চালাতেন। মঙ্গলবার সকালে স্ত্রীর কাছে তিনি ১০০ টাকা চাইলে ৫০ টাকা দেওয়া হয়। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। পরে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন তিনি।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোতাহার হোসেন বলেন, উপজেলার দুইটি ইউনিয়ন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর কারণ জানা যাবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়