শিরোনাম
◈ জুনের মধ্যেই একসঙ্গে করা সম্ভব পাঁচ স্থানীয় নির্বাচন: সংস্কার কমিশনের সুপারিশ ◈ ঝিনাইদহে তিন জনকে হত্যা ও 'চরমপন্থি দলের দায় স্বীকার' নিয়ে ধোঁয়াশা ◈ নিজ জমির মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে: প্রধান নির্বাচন কমিশনার ◈ সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের রাজনীতিতে আসার আহ্বান সারজিস আলমের (ভিডিও) ◈ এসব অপমানজনক কথায় আমি ভয় পাই যতোটা, মন খারাপ হয় তারচেয়ে বেশি: আসিফ নজরুল ◈ কী বার্তা দিচ্ছে আখতারের ফেসবুক পোস্ট  ◈ বিবিসিকে তিন লাখ ৯৮ হাজার মার্কিন ডলার জরিমানা ◈ মাস্কের ছেলের কাণ্ডে ডেস্কই সরিয়ে ফেললেন ট্রাম্প! (ভিডিও) ◈ ইংলিসের শতকে রানের রেকর্ড গড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলো অস্ট্রেলিয়া ◈ মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার (ভিডিও)

প্রকাশিত : ০৯ মে, ২০২৩, ০৭:০৩ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৩, ০৭:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় দুইজনের আত্মহত্যা

সোহাগ হাসান, সিরাজগঞ্জ: মোবাইলে কথা ও টাকা পাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর সঙ্গে ঝগড়ার পৃথক ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের আটিয়ারপাড়া এলংজানী গ্রামের সুমি খাতুন (২৮) ও বড়পাঙ্গাসী ইউনিয়নে কাসেম আলী (৫৫) আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৯ মে) বিকেলে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আত্মহত্যার বিষয়টি জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোহনপুর ইউনিয়নের আটিয়ারপাড়া এলংজানী গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের সঙ্গে তাঁর স্ত্রী সুমি খাতুনের ঝগড়া হয়। পরে সুমি খাতুন নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

শরিফুল ইসলামের চাচাতো ভাই মো. বুলু মিয়া বলেন, শরিফুল ঢাকায় চাকরি করেন। বেশ কিছুদিন ধরে স্ত্রীর চাকরি নেওয়া নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছিল। সকালে স্বামী-স্ত্রীর মোবাইল ফোনে কথা বলার সময় কথা-কাটাকাটি হয়। পরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুমি খাতুন।

বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মুন্নাফ হোসেন বলেন, কাসেম আলী একজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে
সংসার চালাতেন। মঙ্গলবার সকালে স্ত্রীর কাছে তিনি ১০০ টাকা চাইলে ৫০ টাকা দেওয়া হয়। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। পরে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন তিনি।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোতাহার হোসেন বলেন, উপজেলার দুইটি ইউনিয়ন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর কারণ জানা যাবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়